স্পানিশ ওয়েব সিরিজ মানি হায়েস্ট এখন পুরনো দিনের কথা! বিশ্বজুরে ওটিটি-র দর্শকেরা এখন কাবু নেটফ্লিক্সের(Netflix) সাউথ কোরিয়ান(South Korean) ওয়েব সিরিজ স্কুইড গেমের (Squid Game) জ্বরে। খাওয়া-দাওয়া থেকে ফ্যাশন, বিনোদন সবেতেই এখম স্কুইড গেমের বিভিন্ন এপিসোড, থিমে মেতেছেন শো-য়ের ভক্তরা। এই যেমন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি সালোঁতে স্কুইড গেমের প্রত্যেকটি এপিসোডের থিমে সাজিয়ে তোলা হয়েছে আর্টিফিসিয়াল নেলস।
আরও পড়ুন: Dalgona Candy: ডালগোনা কফির দিন ফুরলো? ভাইরাল এখন ডালগোনা ক্যান্ডি
কুয়ালালামপুরের উপকণ্ঠে অবস্থিতি দ্য ম্যানিকিউর নেল সালোঁ এখন গ্রাহকদের জন্য তৈরি করে ফেলেছে পেন্টেড ও প্রেস অন নেল ডিজাইন। এই ডিজাইনগুলো স্কুইড গেমসের ৯টি এপিসোড থেকে অনুপ্রানিত বলে জানিয়েছে নেল আর্টিস্টরা।
সম্প্রতি নেটফ্লিক্সের হাত ধরে চূড়ান্ত সাফল্যের মুখ দেখেছে এই জনপ্রিয় টেলিভিশন শো। নেটফ্লিক্সে ইতিমধ্যেই স্কুইড গেমের দর্শক সংখ্যা ছাড়িয়েছে এগারো কোটিরও বেশি।
ছবি সৌজন্য: facebook@maniquremy
আর এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই কোভিডকালে ব্যবসায় সাফল্যের মুখ দেখতে চাইছে কুয়ালালামপুরের এই সালোঁ। তাই স্কুইড গেমের প্রত্যেকটি এপিসোডের জন্য পুরো এক একটি সেট তৈরি করেছেন এই সালোঁর নেল আর্টিস্টরা।
“রেড লাইট, গ্রিন লাইটের” মাধ্যমে প্রথম এপিসোডের খুনে দস্যু অ্যানিমেট্রোনিক ডল (ইলেক্ট্রোমেকানিল প্রযুক্তি দ্বারা পরিচালিত পুতুল) বোঝানো হয়েছে। আর “হেল” বোঝাতে লাল জামা পড়ে গেমের একজন আধিকারিকে দেখানো হয়েছে ও গোলাপি ফিতে দিয়ে মোড়া একটি কফিনের নকশা রয়েছে।
ছবি সৌজন্য: facebook@maniquremy
আর এই সব নকশাগুলোই হাতে এঁকেছেন আর্টিস্টরা। তাই যেমন সময় লেগেছে তেমন নকশাগুলো করতে একটু অসুবিধে হয়েছে বৈকি। তবে গ্রাহকদের কাছে ভাল সাড়া যেমন পেয়েছে। তেমনি প্রচারের আলোত আলোকিত এখন কুয়ালা লামপুরের এই ছোট্ট “ম্যানিকিউর”।
ছবি সৌজন্য: facebook@maniquremy
এই স্কুইড গেম একটি ডিস্টোপিয়ান(এমন একটা সমাজ যেখানে সাধারণ মানুষকে চূড়ান্ত সমস্যা ও অবিচারের মধ্যে দিন কাটাতে হয়) ড্রামা, যেখানে টাকার জন্য ছোটবেলার কিছু খেলায় অংশগ্রহণ করতে দেখা যায় নাটকের চরিত্রগুলিকে। পুরষ্কার অর্থ হল ৪হাজার ৫৬০ কোটি টাকা।
ছবি সৌজন্য: facebook@maniquremy
আর এই খেলায় জয়ী হতে চরিত্রগুলি নানা ধরনের কঠিন এবং প্রাণঘাতি পরিস্থিতির সম্মুখিন হতে হয়। আর এই সব বিষয়গুলোকে থিম হিসেবে বেছে নিয়েছেন বিনোদনের বিভিন্ন মাধ্যম। এর ফলে আরও বেশি করে গ্রাহকরা আকর্ষিত হচ্ছেন এবং লাভের মুখ দেখছে বিভিন্ন ব্যবসা।
তা আপনি কি স্কুইড গেম দেখেছেন?
ছবি সৌজন্য: facebook@maniquremy