ঘরে সুখ-শান্তি বজায় রাখতে মেনে চলুন বাস্তুশাস্ত্রের এই নিয়মগুলি।গৃহসজ্জায় আমরা অনেক সময় নানা ফেরবদল করি যা বাস্তু মতে ঠিক নয়। এর ফলে বাস্তু বিশেষজ্ঞদের মতে নানা সমস্যার সৃষ্টি হয়। বাস্তুশাস্ত্র মতে আপনার গৃহসজ্জায় এ-রকম কোনও ত্রুটি রয়েছে কি না, জেনে নিন। বাস্তু বিজ্ঞানের এই ৫টি বিষয় না মানলেই নয়। ঘর গোছানোর হুজুগে আমরা অনেক সময় এই ভুলগুলো করে থাকি।
গাঢ় রঙ এড়িয়ে চলুন
গৃহসজ্জায় রঙের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রঙের তারতম্যে আমাদের অজান্তেই খুব সহজে প্রভাবিত হয় আমাদের মন। কোনও রঙে খুশিতে ভরে ওঠে মন, তেমনি অন্য কোনও রঙে মনে নেমে আসে কষ্টের কালো মেঘ। তাই বাস্তুশাস্ত্র মতে গাঢ় রঙের বদলে হাল্কা রঙে দেয়াল সাজানোই শ্রেয়। হাল্কা রঙের পাশাপাশি বেছে নিতে পারেন উজ্জ্বল রঙ, যেমন লাল মানে শক্তির প্রতীক, নীল রং বাড়িতে আনে প্রশান্তির ছোঁয়া। স্বচ্ছতা ও পবিত্রতার প্রতীক সাদা রং বাড়ির পরিবেশ মনোরম করে তোলে। কমলায় আছে উষ্ণতা, সবুজ আনে প্রাচুর্য, আর হাল্কা হলুদ খুশির রঙে রাঙিয়ে তোলে বাড়ি।
ক্যাকটাস বা ওই জাতীয় গাছ এড়িয়ে চলুন
গৃহসজ্জায় অন্য এক মাত্রা যোগ করে ইন্ডোর প্ল্যান্টস । তবে বাস্তু অনুযায়ী বাড়ির ভিতরে ক্যাকটাস জাতীয় গাছে রাখবেন না । লাল ফুলের গাছ বা বনসাই গাছ আপনার পছন্দ হলে সেগুলি রাখুন বাড়ির বাইরে।
পেন্টিং ও স্ট্যাচু
পেইনটিং ও স্ট্যাচু দিয়ে বাড়ি সাজাতে পছন্দ করেন অনেকেই। সত্যি বলতে, গৃহসজ্জায় আমূল পরিবর্তন এনে দেয় এগুলি। তবে বাস্তুশাস্ত্র মতে বাড়ি সাজানোর সময় এগুলি বেছে কেনা প্রয়োজন। বাড়িতে রাধা-কৃষ্ণ বা জলে সাদা হাঁসের খেলে বেড়ানোর ছবি রাখা ভাল। ভয়ার্ত কিছু এড়িয়ে চলা বাঞ্চনীয়। উগ্র রঙ বা চড়া অভিব্যক্তি, এমনি কিছু অ্যাবস্ট্র্যাক্ট পেন্টিং বা মূর্তির নেতিবাচক প্রভাব পড়তে পারে। পারলে প্রার্থনাস্থল বা প্রাকৃতিক সৌন্দর্যের বিভিন্ন ছবি বাড়িতে রাখা ভাল।
বেডরুম গুছিয়ে রাখুন
বাস্তুমতে অগোছালো বেডরুম নাকি নেতিবাচক প্রভাব ফেলতে পারে আপনার ও আপনার পরিবারের উপর। তাই সবসময় শোওয়ার ঘর সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। সারা দিনের ক্লান্তি দূর করতে ভাল ঘুমের গুরুত্ব কারও অজানা নয়। তাই ঘরের পরিবেশ স্নিগ্ধ ও সুন্দর রাখা অত্যন্ত প্রয়োজনীয়। একইভাবে আসবাবপত্রে ঠাসা ঘর এড়িয়ে চলুন।
মাথার উপর বিম বা কড়িকাঠ এড়িয়ে চলুন
বাড়ি তৈরির সময় বিম বা কড়িকাঠ এড়িয়ে চলুন। বাস্তু মতে, মাথার উপরের কড়িকাঠ বা বিম আপনাকে উদ্বেগ বাড়াবে। সব বিষয়ে আপনি অতিরিক্ত এবং অযথা চিন্তা করবেন। বাড়িতে এই ধরনের বিম থাকলে সেখানে ঝাড় লন্ঠন দিয়ে সাজিয়ে নিতে পারেন। এর ফলে আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাবে, ঘর উজ্জ্বল হয়ে উঠবে এবং বাস্তু দোষ কাটবে।