পুজোর এখন ঢের দেরি কিন্তু আপনার যেন আর তর সইছে না। লুক বদলে চাইছেন রাতারাতি হয়ে উঠবেন নজরকাড়া! আর লুক বদল মানেই স্টাইলিশ হেয়ার কাট। ট্রেন্ডিং হেয়ার স্টাইগুলোর মধ্যে থেকে বেছে নিতে হবে আপনার মুখমণ্ডলের সঙ্গে মানানসই হেয়ার কাট। ব্যস তা হলেই কেল্লা ফতেহ! হেয়ারকাট যদি সঠিক হয় তা হলে লুক ট্রান্সফর্মেশন হবে দারুন। তবে ভুল করে যাতে লক্ষ্যভ্রষ্ট না হয়ে পড়েন তাই আপনার জন্য রইল ট্রেন্ডিং এই হেয়ার স্টাইলগুলোর হদিশ। এই পাঁচ হেয়ারকাট আপনাকে এক নিমেষে করে তুলবে অন্যন্য-
টাকড বব (Tucked Bob)
ছোট চুলের ‘চিক’ লুক পছন্দ হলে এই হেয়ার কাট আপনার জন্য একেবারে পার্ফেক্ট। খুবই স্টাইলিশ।
ব্লান্ট লং বব (Blunt Long Bob)
মেসি হেয়ারকাট কিংবা মেসি লুক আপনার একেবারেই পছন্দ নয়। চান একেবারে পলিশড লুক। তাই চুল যদি লম্বা হয় তা হলে ব্লান্ট লং বব হেয়ার কাট বাছতে পারেন। এতে চুল খুব বেশি ছোট করতে হবে না। তবে আপনাকে দেখাবে বেশ আকর্ষণীয়।
View this post on Instagram
ইটালিয়ান বব (Italian bob)
লম্বা চুল মানেই তার পরিচর্যা করা বেশ কঠিন তাই অনেকেই লম্বা চুলের বদলে চান ছোট হেয়ার কাট। তবে আপনার চুলের টেক্সচারে যদি মেশি লুক কিংবা টাকড বব ভাল না দেখায় তা হলে স্টাইলিশ ও ট্রেন্ডি লুকের জন্য বেছে নিন বব হেয়ার স্টাইল।
View this post on Instagram
ইনভিজিবেল লেয়ার্স (Invisible Layers)
এই ইনভিজিবেল লেয়ার্স দেখতে লাগে দারুণ সুন্দর। তাই আপনার চুল যদি পাতলা হয় তা হলে স্টাইলিশ লুক হিসেবে ইনভিজিবেল লেয়ার্স বাছতে পারেন। এটা আপনার চুলের স্বাস্থ্য যেমন ভাল দেখাবে তেমনই আকর্ষণীয় করে তুলবে আপনার ব্যক্তিত্ব।
View this post on Instagram
সফ্ট শ্যাগ (Soft Shag)
ফ্রিঞ্জ কাট ও হালকা মেশি লুক পছন্দ হলে বাছতে পারেন সফ্ট শেগ লুক। এটা এক ধাক্কায় অনেকটাই কমিয়ে আনে আপনার বয়স।
View this post on Instagram