কলকাতা: শহর কলকাতায় (kolkata) বাজ পড়ে মৃত্যু হল এক যুবকের৷ শনিবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্ক (Regent Park) এলাকার দক্ষিণ আনন্দপল্লিতে৷ মৃতের নাম কৌশিক কর (২৪)৷ পুলিশ জানিয়েছে, বৃষ্টির মধ্যেই বাড়ির ছাদে উঠেছিলেন ওই যুবক৷ তখন খুব ঘন ঘন বাজ পড়ছিল। বজ্রাঘাতে মৃত্যু হয় তাঁর৷
পরিবার সূত্রের খবর, এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ জিম করে ফেরেন কৌশিক৷ সেই সময় বাইরে বৃষ্টিও হচ্ছিল। অতিরিক্ত গরমের জন্য তিনি ছাদে গিয়েছিলেন। সেই সময়ই বাজ পড়ায় জখম হন তিনি। দ্রুত তাঁকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি। ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা (Doctor)
আরও পড়ুন:কলকাতা ও মেদিনীপুরে ডেঙ্গিতে মৃত ২
এদিন সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। সঙ্গে ছিল গুমোট গরম। দুপুরের পর থেকে কলকাতা সহ সংলগ্ন এলাকায় আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়৷ একইসঙ্গে বাজ পড়তে থাকে৷ শহরের বহু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, শনিবার পর্যন্ত কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্রপাতের পূর্বাভাসও দেওয়া হয়।
আলিপুর আবহওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। নতুন করে দ্বিতীয় ঘূর্ণাবর্ত উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে কাল রবিবার। মঙ্গলবারের মধ্যে এই ঘূর্ণাবর্তের নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা। ৪ বা ৫ সেপ্টেম্বর এই নিম্নচাপ সক্রিয় হলে ওড়িশা উপকূলে ভারী বৃষ্টি হবে। তার প্রভাবে শনিবার থেকে মঙ্গলবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবি ও সোমবার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। কলকাতাতেও দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।