নিউইয়র্ক: নিউইয়র্কে (New York) অত্যন্ত বিরল রঙের একটি গোলাপী রুবি (Pink Ruby) নিলামে উঠেছে। অতুলনীয় উজ্জ্বল রুবিটি ৩৪.৮ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। বুধবার নিউইয়র্কের নিলাম প্রতিষ্ঠান সোথবি রুবিটির নিলামের কথা ঘোষণা করে।
জানা গিয়েছে, কানাডার প্রতিষ্ঠান ফুরা জেমস মোজাম্বিকের একটি খনিতে এটি আবিষ্কার করে। ৫৫ দশমিক ২২ ক্যারেট ওজনের এই রুবির নাম ইসত্রেলা ডি ফিউরা।
আরও পড়ুন: Miss World 2023 | India | ২৭ বছর পর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা হবে ভারতে
সোথবিসের তথ্য অনুযায়ী, এর আগে সবচেয়ে দামি রুবিটির নাম ছিল সানরাইজ রুবি। ২৫.৫৯ ক্যারেটের ওই রুবি মিয়ানমারে আবিষ্কার করা হয়। ২০১৫ সালের সুইজারল্যান্ডের জেনেভায় ৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছিল সেটি। এটাই এত দিন পর্যন্ত সবচেয়ে দামি রুবির রেকর্ড দখল করে রেখেছিল।
চার বছর পূর্বে বোতসোয়ানাতে নিজেদের একটি মাইনে এই হীরেটি পায় দক্ষিণ আফ্রিকার কোম্পানি ডি বিয়ার্স। সোথবি জানিয়েছে, এই বেগুনি আভাময় গোলাপী হীরা অত্যন্ত বিরল এবং নিলামে ওঠা সবথেকে দামি হীরা হতে যাচ্ছে এটি।
কিগ ব্রুনিং নামের এক কর্মকর্তা বলেন, এটি ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ হীরার তালিকায় স্থান করে নিয়েছে। তিনি আরও বলেন, এই রঙটি হীরার মধ্যে গোলাপী রঙের সবচেয়ে সুন্দর। এর আগে কখনও এমন ধরনের সুন্দর হীরে বাজারে দেখিনি। এই হীরের বিরলতা এবং এর মধ্যে থাকা গোলাপী আভা এটিকে আরও বেশি আকর্ষনীয় করে তুলেছে। ম্যাগ্রিট বা ওয়ারহোলের চেয়েও এই হীরে বেশি বিরল বলেও জানান তিনি।