মুম্বই: কথায় কথায় বাংলার প্রসঙ্গ টেনে অপজনক উক্তি করা অভ্যাস হয়ে গেছে বিজেপির৷ তাই, যে কোনও ইস্যুতে বাংলা কিংবা পশ্চিমবঙ্গ সরকারকে জড়ানোর চেষ্টা করছে বা কটাক্ষ করছে বিজেপি৷ সম্প্রতি এক কেন্দ্রীয় মন্ত্রী বিপুল জনসমর্থন নিয়ে সরকার গড়া এক রাজ্যের মুখ্যমন্ত্রীকে ‘চড়’ মারার কথা বলেন৷ যা নিয়ে সেই রাজ্য-সহ দেশের মানুষ তাঁর মন্তব্যের তীব্র বিরোধিতা করেন৷পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে৷ তারপরও নিজের দোষ স্বীকার না করে উল্টে উদ্ধব ঠাকরে সরকারের সঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের তুলনা টেনে সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী৷ তবে, কী বাংলায় হার মেনে নিতে পারছে না বিজেপি? এই প্রশ্নই তুলছে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন- আধার কার্ড নিয়ে আর কোনও সমস্যা নয়, চালু হল ‘আধার সেবা কেন্দ্র’
সম্প্রতি, কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চড় মারার কথা বলে মঙ্গলবার গ্রেফতার হন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণে৷ সৃষ্টি করেন নয়া রেকর্ড! ২০ বছরে প্রথমবার গ্রেফতার হন কোনও কেন্দ্রীয় মন্ত্রী। রানে একসময় শিবসেনা করতেন। তারপর কংগ্রেস, মহারাষ্ট্র স্বাভিমান পক্ষ ঘুরে যোগ দেন বিজেপিতে। জুলাইয়ে মন্ত্রিসভার রদবদলের সময় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রকের মন্ত্রিত্ব পান নারায়ণ রাণে।
আরও পড়ুন- শক্তি বেড়েছে কয়েক গুণ, ছবি-ভিডিও পোস্টে দাবি তালিবানের
কোঙ্কণ এলাকায় ‘জন আশীর্বাদ র্যালি’তে উদ্ধবকে আক্রমণ করেন রাণে। তিনি বলেছিলেন, ‘দেশের কততম স্বাধীনতা বর্ষপূর্তি সে সম্পর্কে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানেন না। এটা অত্যন্ত লজ্জার বিষয়। বক্তৃতার সময় তাঁকে জেনে নিতে হচ্ছে স্বাধীনতার কত বছর হল!’ এই অবধি সব ঠিকই ছিল। সমস্যার সূত্রপাত পরের মন্তব্য নিয়ে। উদ্ধবকে আক্রমণ করে রাণে বলেন, ‘আমি যদি সেখানে থাকতাম, তাহলে তাঁকে কষিয়ে চড় মারতাম।’
আরও পড়ুন- বিদ্যালয়ের মাথায় উড়ছে তৃণমূলের পতাকা, রাজনৈতিক চাপানউতর বলাগড়ে
রাণের এই মন্তব্য ঘিরে ব্যাপক শোরগোল শুরু হয়। কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির বাইরে জড়ো হয়ে বিক্ষোভ দেখান শিবসেনার সদস্যরা। রাণের বিরুদ্ধে চারটি এফআইআর-ও দায়ের করা হয়। পুণেতে একটা, নাসিকে দু’টি এবং রায়গড়ের মাহাদে একটি অভিযোগ দায়ের হয়েছে। দক্ষিণ মুম্বইয়ে অপেরা হাউস ক্রসিংয়ের সামনে রাণের কুশপুতুল পোড়ালেন শিবসেনা সমর্থকরা। রাজ্যের বিভিন্ন এলাকায় বিজেপি ও শিবসেনা সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয়।
আরও পড়ুন- টাকা দিতে অস্বীকার, মহীশূরে পুরুষ বন্ধুর সামনে কলেজ ছাত্রীকে গণধর্ষণ
তাঁর আইনজীবী অনিকেত নিক্কম আদালতে যান। কেন্দ্রীয় মন্ত্রী রাণের অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে রত্নগিরি আদালত। রাণেকে গ্রেফতারের নির্দেশ দেন পুলিশ কমিশনার দীপক পাণ্ডে। কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতার করার জন্য ডিসিপি সঞ্জয় বারকুণ্ডের নেতৃত্বে একটি দল গঠন করা হয়। তাঁরাই বাড়ি থেকে কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতার করেন।