কলকাতা: বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Temperature) সামান্য কিছুটা বেড়েছে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। উত্তর-পশ্চিম দিক থেকে শীতল হাওয়া অবাধে প্রবেশ করায় পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার থেকে ৪-৫ ডিগ্রি কম। আগামী কয়েকদিন বাঁকুড়া, পুরুলিয়া-সহ পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। দক্ষিণের কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা (Fog) থাকবে সকালের দিকে। বৃষ্টির সম্ভাবনা নেই।
এদিন সকালে আবহাওয়া দফতর (Weather Forecast) জানিয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গেরও সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আপাতত রাতের তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় হালকা কুয়াশা থাকতে পারে।
আরও পড়ুন: ডিসেম্বরের তিনটি দিনের দিকে নজর সকলের
অন্যদিকে, আগামী ৪৮ ঘণ্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে ঠান্ডার দাপট শুরু হয়েছে। জলপাইগুড়িতে ঠান্ডার দাপট সকাল থেকেই।
আগামী ২৪ ঘন্টায় সাধারণভাবে কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ, সর্বনিম্ন ৪২ শতংশ। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বুধবার যা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এদিন সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।
অন্য খবর দেখুন