কলকাতা: বড়সড় হাওয়া বদলের ইঙ্গিত রাজ্যে। বঙ্গোপসাগরের উপর নতুন করে তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত (Vortex)। এই ঘূর্ণাবর্তের জেরেই আজ, শুক্রবার তাপমাত্রা (Temperature) দুই ডিগ্রির মতো কমতে পারে। পাশাপাশি ঘূর্ণাবর্তের জেরে সক্রিয় হবে মৌসুমী বায়ু। কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? কী বলছে আবহাওয়া দফতর? এদিন সকাল থেকেই শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে রয়েছে হালকা বৃষ্টিপাতের পুর্বাভাসও।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে বৃষ্টিপাতের জেরে কিন্তু গতকালের তাপমাত্রা বেশ খানিকটা কমেছে। এদিকে বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। এছাড়াও এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৬৫ শতাংশ।
আরও পড়ুন: CV Ananda Bose | রবীন্দ্রভারতীর নয়া উপাচার্যের নেতৃত্বে শান্তি কমিটি রাজ্যপালের
দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরো কমবে। আংশিক মেঘলা আকাশ জেলাগুলিতে। হালকা মাঝারি বৃষ্টি চলবে। আজ থেকে বৃষ্টির পরিমাণ ও তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
ভোটের দিন অর্থাৎ ৮ জুলাই উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে অনেকটাই কম থাকবে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি। আর্দ্রতাজনিত অস্বস্তি হতে পারে। গণনার দিন বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।
হাওয়া অফিস জানাচ্ছে, মৌসুমী অক্ষরেখা বিকানির আজমীর গুনা জবলপুর রায়পুর ও গোপালপুর এর উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরপ্রদেশ, উত্তর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায়। একটি অফসোর অক্ষরেখা রয়েছে গুজরাট থেকে কেরালা পর্যন্ত।
গুজরাট রাজস্থান পাঞ্জাব চন্ডিগড় হরিয়ানাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে এবং নাগাল্যান্ড মিজোরাম মণিপুরে আগামী তিন দিন ভারী বৃষ্টির সতর্কতা। আগামী কয়েক দিন উত্তরাখান্ড রাজস্থান উত্তরপ্রদেশে প্রবল বৃষ্টির আশঙ্কা। ভারী বৃষ্টি হবে উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ ছত্রিশগড় হিমাচল প্রদেশে। বিহার উড়িষ্যতে এই সপ্তাহে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। দক্ষিণ ভারতের কেরালা মাহে অন্ধ্রপ্রদেশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে, কঙ্কন গোয়া ও ঘাট এলাকা এবং মধ্য মহারাষ্ট্রে।