কলকাতা: যাঁরা চাকরি (Job) কেড়ে নেয় তাদের আমি ধিক্কার জানাই। যোগ্য প্রার্থীদের কারুর চাকরি যেতে দেব না। সুপ্রিম কোর্টের (Supreme Court Verdict) রায় মেনে নিতে পারিনি। সিবিআই (CBI) যোগ্য-অযোগ্য (Eligible-uneligible) বাছতেই পারেনি। আজ চাকরিহারাদের (Jobless) পাশে দাঁড়িয়ে নেতাজি ইন্ডোর (Netaji Indoor) থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Cm Mamata Banerjee)।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, প্রথমে যোগ্য প্রার্থীদের চাকরি রক্ষা করতে হবে। যারা অযোগ্য তাদের নিয়ে আলাদা বৈঠক।
যাত্রাপালার মাধ্যমে ভুল বোঝানো হচ্ছে। জেনেশুনে কারুর চাকরি খাইনি, কাজ করতে গেলে একটা দুটো ভুল হয়। আমাদের হৃদয় পাথর নয়। সবার অস্মিতা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আছে, সেই কথা অস্বীকার করতে পারি না। আমাকে জেলে ভরে দিলেও আই ডোন্ট কেয়ার। বিকাশ ভট্টাচার্যকে (Bikash Bhattacharya) আইসোলেট করা উচিত। যারা যোগ্য তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব সরকারের।
আরও পড়ুন: পাস’ এল কোথা থেকে? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই চাকরিহারাদের বিক্ষোভে রণক্ষেত্র নেতাজি ইন্ডোর
মুখ্যমন্ত্রী এদিন বলেন, শিক্ষাব্যবস্থাকে (Education System) ভেঙে ফেলার চক্রান্ত চলছে। ২০২২ থেকে নোংরা খেলা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর নিশানায়, এই রায়ের পেছনে কারা আছে ?
মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, স্কুলগুলি এবার কে চালাবে? এবার শিক্ষক- শিক্ষিকারা কী করবেন। শিক্ষকদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর পরামর্শ, আপনারা স্কুলে যান ও পড়ান। যারা চাকুরিরত তাদের ছাড়া স্কুল কিভাবে চলবে? কোর্টের কাছে জানতে চাইব। নোটিস না দেওয়া পর্যন্ত স্কুলে যাক। সুপ্রিম কোর্ট যোগ্য-অযোগ্যদের তালিকা দিক।
এদিন নেতাজি ইন্ডোর থেকে মুখ্যমন্ত্রী বলেন, আপনাদের চাকরি কেউ বাতিল করেনি। আপনাদের চাকরি ফিরয়ে দেওয়ার বিকল্প ব্যবস্থা করা হবে। আইনি পথেই এগোবে রাজ্য। দু মাসের মধ্যেই যোগ্যদের চাকরি।
দেখুন অন্য খবর: