কলকাতা: ১৪ দিন পর থেকে কী চাঁদের মাটি থেকে ফিরবে ল্যান্ডার বিক্রম বা রোভার প্রজ্ঞান। অনেকেরই প্রশ্ন, চন্দ্রযান ৩ এই ১৪ দিনের কাজ শেষ হলে কী হবে? ফের কি ঘরে ফিরবে? এ ব্যাপারে ইসরো জানিয়েছে, তেমনটি হওয়ার কোনও সম্ভাবনা নেই। চিরতরে চাঁদের মাটিতেই থেকে যাবে তারা। এমনকি, ১৪ দিনের কাজ শেষ হলে তারা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। কিন্তু সত্যিই কি চাঁদের বুকে চন্দ্রযান-৩-এর বেঁচে থাকার কোনও সম্ভাবনাই নেই? কী বলছেন বিজ্ঞানীরা?
চাঁদে ১৪ দিনের জীবনকাল দিয়েই ইসরো পাঠিয়েছে বিক্রম এবং প্রজ্ঞানকে। বিক্রম এবং প্রজ্ঞানের যে সমস্ত যন্ত্রপাতি রয়েছে, যেগুলির সাহায্যে চাঁদের মাটিতে তারা পরীক্ষা-নিরীক্ষা চালাবে কিংবা সংগ্রহ করবে তথ্য, সেই সব যন্ত্র চলবে সৌরশক্তিতে। ফলে চাঁদে যতক্ষণ সূর্য থাকবে ততক্ষণই প্রাণ থাকবে তাদের। ১৪ দিন পর চাঁদে সূর্যাস্ত হলে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়বে বিক্রম এবং প্রজ্ঞান। নিস্তেজ হয়ে পড়বে তাদের ভিতরে থাকা সমস্ত যন্ত্রপাতিও। তবে চাঁদের মাটিতে বিক্রম আর প্রজ্ঞানে নতুন করে প্রাণপ্রতিষ্ঠার সম্ভাবনা একেবারে নেই বলে উড়িয়েও দেননি।
আরও পড়ুন: মিজোরামে ২৩ দেহ উদ্ধার, নিহত সকলেই মালদহের বাসিন্দা
অনেকের মতে, ১৪ দিন পর সূর্যরশ্মি প্রবেশ করবে না চাঁদের কুমেরুতে। তাপমাত্রা নেমে যেতে পারে মাইনাস ৩০০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত। এর ফলে চন্দ্রযান-৩-এর বিক্রম আর প্রজ্ঞানের যন্ত্রপাতির বিকল হয়ে যেতে পারে। তাই ফিরে আসা সম্ভব না।