বসিরহাট: স্ত্রী, কন্যাকে কুপিয়ে খুন করে থানায় আত্মসমর্পণ। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট (Basirhat) মহকুমার বাদুড়িয়া থানার (Baduria PS) রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের খাসপুর গ্রামের ঘটনা। বছর ৩৫ এর সন্দীপ পালের (Sandip Pal) দীর্ঘদিন ধরে স্ত্রী মৌসুমী পালের সঙ্গে পারিবারিক দাম্পত্য কলহ লেগেছিল। গণ্ডগোলের জেরে দুজনের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এই নিয়ে একাধিকবার সালিশি সভা বসলেও কোনও সমাধান সূত্র পাওয়া যায়নি। আজ, বুধবার ভোররাতে স্ত্রী মৌসুমী ও বছর আটের কন্যা সন্তান সৌমিলি পালকে কুপিয়ে খুন করে ভোরবেলায় আত্মসমর্পণ করে ওই ব্যক্তি। এলাকায় এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। শ্বশুর সন্ন্যাসী পাল ও শাশুড়িকে আটক করেছে বাদুড়িয়া থানার পুলিশ।
এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কী কারণে এই ধরনের পদক্ষেপ করল ওই ব্যক্তি তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে তদন্তে উঠে এসেছে, দাম্পত্য কলহ থেকেই এই ঘটনা ঘটেছে। এই বিষয়ে পুলিশ ওই ব্যক্তির নিকটাত্মীয়, প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে।
আরও পড়ুন: জেলা পরিষদ পদ নিয়ে তৃণমূলের দ্বন্দ্ব
এদিকে ওই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর চাউর হতেই বাড়ির আশেপাশে প্রচুর ভিড় জমে যায়। এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।