নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন রোমে যেতে দেওয়া হল না? কোন আইনে তাঁর রোমে যেতে বাধা দেওয়া হয়েছে? রবিবার টুইট করে প্রশ্ন করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ সুব্রাহ্মাণ্যম স্বামী৷ যা নিয়ে ফের বিতর্ক শুরু হয়েছে৷
কারণ, শুক্রবার গভীর রাতে বিদেশমন্ত্রকের এক যুগ্মসচিব চিঠি দিয়ে সফর বাতিল করার বিষয়টি জানিয়েছেন। নবান্নে খুব সংক্ষিপ্ত একটি চিঠি পাঠিয়েছেন তিনি। তাতে লেখা রয়েছে, এই অনুষ্ঠান একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর অংশগ্রহণের জন্য সামঞ্জস্যপূর্ণ নয়। সে কারণেই মুখ্যমন্ত্রীর এই রোম সফরের দরকার নেই। ইতালির সংস্থার ওই অনুষ্ঠানটি মূলত শান্তি সম্মেলন। সব ধর্মের প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকবেন। কায়রোর গ্রেট ইমাম থেকে খ্রিস্টান অর্থোডক্স চার্চের প্রধান অনুষ্ঠানে যোগ দিতে পারেন।
Why was Bengal CM Mamata prevented by Home Ministry from attending an international conference in Rome ? Which law prevented her going?
— Subramanian Swamy (@Swamy39) September 26, 2021
আরও পড়ুন-দ্বাদশ শতাব্দীর নটরাজ মূর্তি-সহ ১৫৭ পুরাকীর্তি নিয়ে দেশে ফিরলেন মোদি
কেন্দ্রীয় সরকারের তরফে যে যুক্তি দেওয়া হয়েছে, তা মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। দলের তরফে কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করা হয়েছে। রবিবার আমেরিকা সফর সেরে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। সেখানে বাইডেনের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। কোয়াড সম্মেলনে বাইডেন ছাড়াও জাপান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী সঙ্গে আলাপচারিতা সেরেছেন তিনি। তৃণমূলের একাংশের বক্তব্য, এই পরিস্থিতিতে মমতার ইউরোপ সফরের অনুমতি দিলে কিছুটা হলেও ব্যাকফুটে চলে যেতেন মোদি। সে কারণেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে সফর বাতিল করা হয়েছে। রবিবার বিজেপি সাংসদের টুইটে সেই প্রশ্ন আরও জোরাল হল৷
আরও পড়ুন-‘মনমোহনের থেকে অনেক কিছুই শেখার আছে’, প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিনে রাহুলের শুভেচ্ছা
এর আগে চীন, শিকাগো সফর বাতিল করতে হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ তারপর রোম সফর বিদেশ সফর আটকে দিল কেন্দ্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের রোম সফরের অনুমতি দিল না বিদেশমন্ত্রক। অক্টোবরের মাসের প্রথম সপ্তাহে একটি আন্তর্জাতিক সংস্থার আমন্ত্রণে রোমে যাওয়ার কথা ছিল মমতার।