কলকাতা: শোয়ার ঘরে বিছানায় পড়ে স্ত্রীয়ের মৃতদেহ। আরেকটি ঘরে পড়ে ছেলের দেহ। দু’জনেরই গলা ধারাল কোনও অস্ত্র দিয়ে কাটা। রক্তে ভেসে যাচ্ছে ঘর।
পুলিশের কাছে ব্যাংক-কর্মী তপন মণ্ডলের বয়ান এটাই। বেহালা পর্ণশ্রীতে জোড়া খুনের ঘটনায় তিনিই অন্যতম প্রত্যক্ষদর্শী। খুনের সময় কোথায় ছিলেন গৌতম? এই প্রশ্নের জট খুললেই বেহালা পর্ণশ্রী খুনের ঘটনার রহস্যভেদ করা সম্ভব বলে মনে করছেন গোয়েন্দারা।
লালবাজারের অনুমান সোমবার দুপুর ২টো থেকে বিকেল ৫টার মধ্যে খুন হয়। গোপাল মিশ্র রোডের একটি আবাসনের ফ্ল্যাট। পুলিশের অনুমান আততায়ী অস্ত্র হাতে ফ্ল্যাটের ভিতর ঘুরে বেড়িয়েছে। তবে সেটা খুনের পর না আগে তা স্পষ্ট নয়। খুনের সময় সুস্মিতা মণ্ডল এবং তমোজিৎ মণ্ডল একই ঘরে ছিলেন। পরে এক জনকে টেনে নিয়ে অন্য ঘরে নিয়ে যাওয়া হয়। পুলিশ টেনে নিয়ে যাওয়ার রক্তমাখা দাগ মেঝেতে খুঁজে পেয়েছে।
এই সেই পর্ণশ্রীর আবাসনে ঢোকার রাস্তা
খুনি কি মৃতদের পূর্ব পরিচিত? কেননা খুন হয়েছে দিনের বেলা। আবাসনের বাকি বাসিন্দারা সে সময় কোনও আওয়াজ বা চিৎকার শুনতে পাননি। তা হলে টার্গেটদের প্রথমে বেঁহুশ করে তারপর খুন করা হয়? কিন্তু খুনের উদ্দেশ্য কী? পুরনো শত্রুতা, নাকি ঘরের দামি কোনও জিনিস হাতিয়ে নেওয়া বা ডাকাতি করা? কিন্তু তা যদি হত তা হলে ফ্ল্যাটের ভিতরটা লন্ডভন্ড অবস্থায় থাকত। তা ছিল না। এই সব মিসিং লিংকগুলোই একসূত্রে বাঁধার চেষ্টা করছেন গোয়েন্দারা।
এই ঘরেই পড়েছিল তমোজিতের মায়ের দেহ
আরও পড়ুন: ক্যাবের চালককে মারধর করে টাকা ছিনতাই, গ্রেফতার ৬
তবে সবচেয়ে যে প্রশ্নটি পুলিশকে ভাবাচ্ছে তা হল মৃতের স্বামীর মোবাইল ফোন বন্ধ থাকার বিষয়টি। খুন হয়েছে আনুমানিক দুপুর ২টো থেকে বিকেল ৫টার মধ্যে। প্রায় ওই একই সময়ে ব্যাংক-কর্মী তপন মণ্ডলের মোবাইল বন্ধ করা ছিল। কেন হঠাৎ করে ফোন বন্ধ করে দিলেন তিনি? নাকি ফোন বন্ধ হয়ে গিয়েছিল? যদি বন্ধ হয়ে গিয়েই থাকে তা হলে আবার চালু হয়ে গেল কী ভাবে? ফোন যখন বন্ধ ছিল, সে সময় মোবাইল টাওয়ারের লোকেশন কী ছিল? খুনের সময় কোথায় ছিলেন তপন মণ্ডল? এতো গুলো প্রশ্নের জবাব পেতেই মৃতের স্বামীকে দফায় দফায় জেরা করছে লালবাজার।
এই সেই গোপাল মিশ্র রোডের বিল্ডিং, এখানেই থাকতো তমোজিৎ
পুলিশ নিশ্চিত দুপুর ৩টের পরেই পর্ণশ্রীর ওই ফ্ল্যাটে আততায়ী ঢোকে বা আগেই থেকেই ছিল। এবং ওই সময়ের কিছু পরেই খুন হতে হয় সুস্মিতা মণ্ডল এবং তমোজিৎ মণ্ডলকে।
আরও পড়ুন: মা-ছেলেকে খুন করে ঘরময় দাপিয়ে বেড়ায় খুনি, কারণ জানতে ফের ঘটনাস্থলে হোমিসাইড