কলকাতা টিভি ওয়েব ডেস্ক : কোভিড-১৯-এ ঝুঁকি আছে, এমন ব্যক্তিদের প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বুস্টারের দ্বিতীয় টিকা নেওয়া উচিত। এমনই সুপারিশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড সংক্রান্ত কমিটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা সংক্রান্ত কমিটি স্পষ্ট জানিয়েছে, প্রাথমিক টিকার দেওয়ার পর দুটি টিকা নিতে হবে। এর পর যাঁদের মধ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, তাঁরা দ্বিতীয় বুস্টার নেবেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম, তাদের দিকেই আমাদের বেশি নজর রয়েছে। সে কারণেই তাঁদের দ্বিতীয় টিকার ভাবনা চিন্তা। আসলে, উদ্বেগের নতুন নাম ওমিক্রন। দক্ষিণ আফ্রিকায় প্রথম খুঁজে পাওয়া করোনা ভাইরাসের নতুন রূপটি সম্পর্কে এখনও অনেক কিছু জানা বাকি। যে-টুকু জানা গিয়েছে তাতে স্পষ্ট, উপসর্গ তেমন মারাত্মক না-হলেও ওমিক্রন অতি-সংক্রামক। এই পরিস্থিতিতে বুস্টার টিকার উপর ভরসা রেখেই ওমিক্রনের মোকাবিলা করতে চাইছে হু।
ন্যাশনাল হেলথ অথরিটির চিফ এগ্জিকিউটিভ অফিসার তথা কেন্দ্রীয় সরকারের ‘কোউইন’ অ্যাপ্লিকেশন বা পোর্টালের তরফে ইতিমধ্যেই স্পষ্ট করা হয়েছে, যাঁরা দু’টি টিকা নিয়েছেন তাঁদের তৃতীয় বুস্টার টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয় টিকা নেওয়ার ন’মাস পর বুস্টার টিকা দেওয়া হবে।