শিলিগুড়ি: ফের বোমা বিস্ফোরণ রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (C. V. Ananda Bose Governor of West Bengal)। সোমবার শিলিগুড়িতে তিনি বলেন, পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) ঘিরে যেখানে অশান্তি হবে, আমি সেখানেই যাব। ওই সব এলাকার পরিস্থিতি আমি নিজে খতিয়ে দেখব। তাঁর আরও অভিযোগ, বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটলেও রাজ্য নির্বাচন কমিশন বেছে রিপোর্ট পাঠাছে। রাজভবনে পাঠানো রিপোর্টের সঙ্গে বাস্তবের মিল নেই।
রাজ্যের মনোনয়ন পর্বে অশান্তি ছড়িয়েছে। প্রথম থেকেই সন্ত্রাস যে বরদাস্ত করবেন না তা জানিয়েছেন রাজ্যপাল। ক্যানিং, ভাঙড়ের হিংসাকবলিত এলাকায় পরির্দশনে গিয়েছিলেন রাজ্যপাল। এমনকি রাজ্যপালকে বলতে শোনা গিয়েছে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার ভূমিকাও সাধারণ মানুষকে হতাশ করেছে। রাজীব সিনহার জয়েনিং লেটারও ফেরত দেওয়ার কথা ঘোষণা করেন। এরপরই রাজ্যপাল ও রাজ্য নির্বাচনব কমিশনের মধ্যে সংঘাত চরমে পৌঁছেছে। সংঘাতের মাঝেই এবার উত্তরবঙ্গ সফরে গিয়েও সিভি আনন্দ সাফ জানিয়ে দিলেন, বিভিন্ন এলাকা পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে। আমি গ্রাউন্ড জিরোতে গিয়ে সন্ত্রাস ছবিটা দেখব। তিনি অশান্তিতে আহত এবং নিহতদের পরিবারের সঙ্গে সরাসরি কথা বলেই আসল পরিস্থিতিটা জানতে চান। স্থানীয়দের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের থেকে সমস্যাগুলো না শুনলে পুরোটা বোঝা যাবে না। তিনি বলেন, আমার কাছে সন্ত্রাসের যে রিপোর্ট এসেছে তার সঙ্গে বাস্তবের অনেক ফারাক রয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে এদিনই উত্তরবঙ্গ থেকে নির্বাচনী প্রচার শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উত্তরবঙ্গ দাঁড়িয়ে রাজ্য ও কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যপাল।
আরও পড়ুন: Panchayat Election 2023 | Central Force| কেন্দ্রীয় বাহিনী নিয়ে কমিশন-কেন্দ্র পত্রযুদ্ধ
দার্জিলিংয়ের ,দুই দিনাজপুর, মুর্শিদাবাদ, জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। এর পাশাপাশি তাঁর নিয়োগ করা উপাচার্যদের সঙ্গেও আগামিকাল মঙ্গলবার বৈঠক করবেন রাজ্যপাল। এদিন তিনি আচমকাই উত্তরবঙ্গে বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠকে ঢুকে পড়েন। তা নিয়েও ক্ষুব্ধ রাজ্য সরকার।