Placeholder canvas
কলকাতা শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ |
K:T:V Clock
Aajke | বাংলার রাজনীতিতে কাঁথির খোকাবাবুর সমস্যাটা ঠিক কোথায়?  
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  কৃশানু ঘোষ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩, ১০:৩০:০০ পিএম
  • / ১৩২ বার খবরটি পড়া হয়েছে
  • কৃশানু ঘোষ

আমাদের রাজ্যের রাজনীতিতে সেই অর্থে কুলীন ছাপ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের, তিনি কুলীন ব্রাহ্মণ বটে কিন্তু সামাজিক কুলীনত্ব এক অন্য বিষয়। সেই অর্থে ওঁকে বাদ দিলে বিধান রায়, সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বসু, আর বুদ্ধদেব ভট্টাচার্য এই চারজন মূখ্যমন্ত্রী ছিলেন আক্ষরিক অর্থেই কুলীন। ডাক্তার, চিত্তরঞ্জনের নাতি, বিলেত ফেরত ব্যারিস্টার, বিলেত থেকে কম্যুনিস্ট হয়ে ফেরা জ্যোতি বসু বা প্রেসিডেন্সির ছাত্র সুকান্ত ভট্টাচার্যের ভাইপোকে এ বাংলায় সামাজিক স্বীকৃতির জন্য লড়াই করতে হয়নি। মমতা ববন্দ্যোপাধ্যায়কে আজও সেই সামাজিক স্বীকৃতির জন্য লড়তে হয়। কঠিন লড়াই, আপনি রাজ্যের গরিষ্ঠাংশ মানুষের ভোটে জিতে আসা দলের মুখ্যমন্ত্রী, আপনি রাস্তায় দাঁড়ালে জনপ্লাবন ডাকে। গাঁ গেরামের মহিলারা আপনাকে দেখে উদ্বুদ্ধ। কিন্তু সেই মমতা নন্দনে স্বচ্ছন্দ নন, প্রেসিডেন্সিতে স্বচ্ছন্দ নন, যাদবপুরে অনায়াস যাতায়াতে এক ধরনের অনীহাই আছে। আড় ভাঙছে, কিন্তু ৫০ বছরের রাজনৈতিক জীবনের পরেও সামাজিক কুলীন হওয়ার চেষ্টাটাও তিনি করেননি, অনায়াসে তাঁর নিজের একটা স্টাইল বানিয়ে ফেলেছেন। হাওয়াই চটি ফটর ফটর, শব্দ আর বাক্য নিয়ে মজাদার রংমিলান্তি খেলা আর এক্কেবারে সরল জনপ্রিয় রাজনীতির আসরে তিনি নিজেকে বসাতে পেরেছেন। নাকউঁচু বাঙালি দুনিয়াতে এ বড় কম কথা নয়। হতে পারে এ বাংলার শ্যামাপ্রসাদ বিজেপির আদিপুরুষদের অন্যতম, কিন্তু বিজেপির তেমন পাবলিক ফিগার তো ছিল না কখনও। কিন্তু খড়ের ওপর মাটি লেপে কেশর লাগিয়ে সিংহ তো বানানো হয়, তেমন করেই বিজেপি কাঁথির খোকাবাবুকে বাংলার জননেতা করে তোলার এক প্রজেক্টে হাত দিয়েছে, মমতা ব্যানার্জির উল্টোদিকে পাল্টা নেতা শুভেন্দু অধিকারী, কিন্তু সেখানে বিস্তর গন্ডগোল, আর সেটাই বিষয় আজকে, বাংলার রাজনীতিতে কাঁথির খোকাবাবুর সমস্যাটা ঠিক কোথায়?  

তিনি ডাক্তার মোক্তার বা বিলেত ফেরত ব্যারিস্টার নন, তিনি প্রেসিডেন্সি ছাত্র বা মার্কেজ পড়েননি, অনায়াসে জীবনানন্দ আওড়াতে পারেন না, আগের চারজনের সততার সামনে ওঁর হাত পেতে ক্যাশ নেওয়ার ভিডিওই অন্য কথা বলে দেয়। আবার অন্যদিকে কালীঘাটের টালির চালের ঘরে বড় হওয়ার ইতিহাস তাঁর নেই, একটা ২১ জুলাই তাঁর ডায়রিতে নেই, লালু আলমের লাঠির ঘায়ে মাথা ফাটার অমন দগদগে ছবি তাঁর নেই। মেদিনীপুরের প্রবাদপ্রতিম নেত্রী গীতা মুখার্জি বলেছিলেন, আহা, অমন মেয়ে যদি কমিউনিস্ট পার্টিতে আসত। না, ওঁকে নিয়ে বিজেপিও এরকম ভাবেনি, তাদের বরকত্তা জোটেনি তাই দলে টেনেছে। 

আরও পড়ুন: Aajke | ধূপগুড়ি উপনির্বাচনে কী হবে?  

সেই শুভেন্দুকে কলকাতায় খুব একটা দেখবেন না। ওই যে বললাম স্বচ্ছন্দ নয়। তিনি হঠাৎ কলকাতায় হাজির, তাও আবার যাদবপুরে, ইস্যু ছাত্রমৃত্যু, র‍্যাগিং। শকুন অনেক ওপরে ওড়ে কিন্তু চোখ থাকে ভাগাড়ে, বলেছিলেন রামকৃষ্ণ, তেমনিই আমাদের শুভেন্দুবাবু যাদবপুরে এসেই গোটা সমস্যাতে কাকে দেখতে পেলেন? কাশ্মীরের এক ছাত্রকে, একে মুসলমান আর তারপরে কাশ্মীর, শুভেন্দুর যাবতীয় রাজনৈতিক প্রজ্ঞা তো আপাতত এই কম্বিনেশনকে নিয়েই কাজেই তিনি ছাত্রটিকে কারা এখানে জায়গা দিয়েছে, সে এখানে এল কী করে এই প্রশ্ন নিয়েই হুঙ্কার দিলেন। শুভেন্দুবাবু, এটা বিশ্ববিদ্যালয়, এখানে কাশ্মীর কেন দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, ফ্রান্স বা জার্মানি থেকেও ছেলেমেয়েরা পড়তে আসতে পারে, আসে। বিষয়টা র‍্যাগিংয়ের, আপনার কাছে ইনপুট দেওয়ার মতো কেউ নেই, এখানে আসার আগে কিছু পড়াশুনো করেও তো আসতে পারতেন। পুলিশ দেখছে, দোষী বা অভিযুক্তদের অনেককে গ্রেফতার করা হয়েছে, তদন্ত চলছে। শুভেন্দুবাবু এনআইএ-র তদন্ত চাইছেন, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি র‍্যাগিংয়ে মৃত্যুর তদন্ত করবে? হায়দরাবাদে রোহিত ভেমুলার মৃত্যুর তদন্ত করেছে নাকি এনআইএ? আইআইটি খড়গপুরের ফয়জান আহমেদ বা ওড়িশার ছাত্রী যিনি আইআইটি হায়দরাবাদে মারা গেলেন তাঁর মৃত্যুর তদন্ত এনআইএ করছে? নামের শেষে খান থাকলেই এনআইএর কথা মনে পড়ে? এগুলো তো অর্থহীন কথা, কিন্তু শুভেন্দু অধিকারী এই অর্থহীন কথাগুলো বলছেন কেন? বলছেন কারণ তাঁর কিছু বলার নেই, তিনি না সেই অর্থে সামাজিক কুলীন তকমা নিয়ে রাজনীতিতে নেমেছেন, না তাঁর সেই লড়াইয়ের ইতিহাস আছে, যে লড়াই এনে দেয় জনসমর্থন। ভোটের আগে মুখ্যমন্ত্রিত্বের গাজর দেখে মাঠে নেমেছিলেন, এখন ধান চালের হিসেব বোঝার পরেও ফেরার উপায় নেই অতএব সেই তিনি যে আবোল তাবোল বকবেন, এতে নতুনত্বের কীই বা আছে? আমরা আমাদের দর্শকদের প্রশ্ন করেছিলাম, এনআইএ দেশের সুরক্ষা, উগ্রপন্থা ইত্যাদি রুখতে তৈরি করা হয়েছে, র‍্যাগিংয়ে মৃত্যু এক দুঃখজনক ঘটনা কিন্তু শুভেন্দু অধিকারী যাদবপুরে র‍্যাগিংয়ের মৃত্যুর ঘটনার এনআইএ তদন্ত চান, এই দাবি কতটা যুক্তিযুক্ত? শুনুন দর্শকরা কী বলেছেন। 

নন্দীগ্রাম কি পূর্ব মেদিনীপুর পর্যন্ত ঠিকই আছে, ওইখানেই রাজনীতিটা জমিয়ে করতেই পারতেন শুভেন্দু অধিকারী, রাম চ্যাটার্জি যেমন তারকেশ্বর থেকে বের হননি, অশোক ভট্টাচার্য শিলিগুড়ির বা খানিকটা এসইউসিআই কুলতলি জয়নগরের। সেরকম স্থানীয় রাজনীতিতে আপনার গোদা গোদা কথাগুলোও মানানসই এবং বড় কথা হল সেখানে আপনার, শিশিরবাবুর একটু হলেও একটা ইতিহাস তো আছে। কিন্তু বাংলা জুড়ে খেলার জন্য যে কুলীন তকমা দরকার তাও আপনার নেই, আবার মমতার মতো লড়াই আর জনসমর্থনও আপনার নেই। দিদিমণির সঙ্গে থাকলে তবু মন্ত্রিত্ব ইত্যাদির বিষয়গুলো থাকত, কিন্তু সেটাও আপনি শেষ করেছেন নিজের হাতেই, আমও গেছে ছালাও গেছে, কীভাবে গেছে? জানতে হলে এনআইএ-কে দিয়ে একটা তদন্ত করালে কেমন হয়? কারণ সেখানেই লুকিয়ে আছে শুভেন্দু অধিকারীর মূল সমস্যা।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২
১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮১৯
২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬
২৭ ২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

অশান্ত ভাঙড়, তৃণমূল পার্টি অফিসে আগুন ও ভাঙচুরের অভিযোগ
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, অবস্থা ভয়াবহ
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
সুখবর! ৫ বছর পর খুলছে কৈলাস এবং মানস সরোবরের দরজা
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
মুর্শিদাবাদে পৌঁছল জাতীয় মহিলা কমিশন, কী কথা বললেন স্থানীয়দের সঙ্গে?
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
মিশরীয় মডেলের প্রেমে হাবুডুবু হানি
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
রাশিয়া-ইউক্রেন যু *দ্ধ নিয়ে বিরাট বক্তব্য ট্রাম্পের
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
বিদেশ থেকে আসছে চিতা, ঘুরবে ভারতের জঙ্গলে জঙ্গলে!
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
মণিপুরের বিতর্কিত অডিও টেপের ফরেনসিক তৈরি, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র  
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
পলক কি এখন শুধু ‘ভাল বন্ধু’! ইব্রাহিমের নজর রাশার দিকে?
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
প্রবল বৃষ্টি, ভেঙে পড়ল চারতলা বাড়ি, চলছে উদ্ধারকাজ … দেখুন কী অবস্থা
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
নেই জল, রাস্তা, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র! গুজরাত মডেলের বাস্তব চিত্র
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
হাসপাতালে ভর্তি সৃজিত মুখার্জি …. কী হয়েছে? এখন কেমন আছেন?  
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
দক্ষিণবঙ্গে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস? যা জানাল আবহাওয়া দফতর
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
বিশ্বকাপের পর বার্সায় ফিরতে চেয়েছিলেন লিও মেসি
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
জোড়া রাজযোগের প্রভাব, লাভবান হবে এই তিন রাশি
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team