কলকাতা: যে জমিতে দুর্গাপুজো হয়, সেই জমিতে কেন গণেশপুজো করা যাবে না, প্রশ্ন তুলল আদালত। কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বলেন, গণপতি বাপ্পার অপরাধটা কী। এটা কি লিঙ্গ বৈষম্য নয়?
আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের একটি ফতোয়া ঘিরে এই প্রশ্ন সামনে এসেছে। গত বছরের ৯ ডিসেম্বর আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি সিদ্ধান্ত নেয়, সংশ্লিষ্ট সরকারি জমিতে কেবল সরকারি অনুষ্ঠান এবং দুর্গাপুজো করা যাবে। অন্য কোনও পুজো বা অনুষ্ঠান করা যাবে না। সেখানে গণেশপুজো করতে চেয়ে আবেদন করা হয়। সেই আবেদন নাকচ করে দেয় ওই পর্যদ। তা নিয়ে মামলা হয়।
আরও পড়ুন: জি-টোয়েন্টি সামিটে প্রশংসা পেল রাজ্যের ই আবগারি প্রকল্প
কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বলেন, সরকারি অনুষ্ঠান আর দুর্গাপুজোর মধ্যে মিল কোথায়। উন্নয়ন পর্ষদের এই সিদ্ধান্ত অবাস্তব। এই সিদ্ধান্ত সিদ্ধি বিনায়ক পুজো কমিচির সাম্যের অধিকারকে আঘাত করেছে। বিচারপতি ভট্টাচার্য বলেন, আমি বুঝতে পারছি না, এখানে দুর্গাপুজো করা গেলে গণেশপুজো করা যাবে না কেন? এটা তো লিঙ্গ বৈষম্যের ব্যাপার হয়ে যাচ্ছে। আদালতের নির্দেশ, ১৮ থেকে ২২ সেপ্টেম্বর ওই জায়গায় গণেশপুজো করতে দিতে হবে।