কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ডিজিজ এক্স- এর সংক্রমণ ক্রমশ বাড়ছে। গত ছয় মাসে ব্রিটেনে এই রোগে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। তাই বিশেষজ্ঞরা ইতিমধ্যেই ব্রিটেনকে ‘ডিজিজ এক্স’ নামে অভিহিত করেছেন। তাদের ধারণা যে, করোনার পর এবার একটি নতুন মহামারিতে পরিণত হতে পারে এই ভাইরাস। তাই সকলকে সতর্ক করা হচ্ছে ।
‘ডিজ়িজ় এক্স’ কী? কেন ছড়াচ্ছে আতঙ্ক?
বিজ্ঞানী মহল জানাচ্ছে, এটি এমন একটি সংক্রামক রোগ, যা সারা বিশ্বে ছড়িয়ে যাবে, অথচ সেই রোগ সম্পর্কে আগাম কোনও আভাস থাকবে না। ঠিক যেমন হয়েছে কোভিড ১৯-এর ক্ষেত্রে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘প্রায়োরিটি ডিজ়িজ়েস’-এর তালিকাতেও এই ‘ডিজিজ এক্স’-এর উল্লেখ রয়েছে। যেখানে বলা হচ্ছে, এটি হল প্যাথোজেনের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কোনও সংক্রামক রোগ যা মানুষের কাছে এখনও পর্যন্ত অচেনা, তা-ই হল ‘ডিজিজ এক্স’।
বিজ্ঞানীদের মতে, সময়ের সঙ্গে সঙ্গে প্যাথোজেনের আগ্রাসন যে ভাবে বেড়েছে, তাতে এটা স্পষ্ট, যে কোনও মহামারি যে কোনও সময়ে ছড়িয়ে পড়তে পারে। ২০১৮ সালে স্প্যানিশ ফ্লু-র শতবর্ষে প্রকাশিত মহামারি সংক্রান্ত বিশেষ নথিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্পষ্ট পূর্বাভাস ছিল, মহামারি অবশ্যম্ভাবী। কিন্তু সেটা কবে, কোথায় তা বলা মুশকিল। দু’বছর পরে কোভিড ১৯ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সেই পূর্বাভাসকেই সত্যি প্রমাণ করেছে।
আরও পড়ুন Five Planets: পাঁচ গ্রহই একই রেখায়, ১৮ বছর পর বিরল মহাজাগতিক ঘটনা দেখল বিশ্ববাসী
আর সেই সূত্রেই চলে আসছে ‘ডিজিজ এক্স’-এর প্রসঙ্গ। এ নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা থাকলেও কোভিড ১৯ বুঝিয়েছে, এমন রোগের আসল চেহারা কী হতে পারে। নিপা ও ইবোলা অবশ্য আভাস দিয়েছিল। কারণ ওই দু’টি রোগের মারণক্ষমতা। কিন্তু নিপা ও ইবোলা সেই অর্থে সর্বব্যাপী নয়। ফলে তাদের মাধ্যমে ‘ডিজিজ এক্স’-কে পুরোপুরি ব্যাখ্যা করা যায়নি।