Placeholder canvas
কলকাতা সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
Presidential Election 2022: রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির অঙ্কটা ঠিক কী?
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শুভাশিস মৈত্র
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ০১:২০:১৫ পিএম
  • / ২৬০ বার খবরটি পড়া হয়েছে
  • শুভাশিস মৈত্র

কলকাতা: রাষ্ট্রপতি নির্বাচনে একজন সাঁওতাল মহিলা, দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করে বিজেপি সবাইকে বেশ খানিকটা চমকেই দিয়েছে। রাষ্ট্রপতি ভোটের হিসেবে এনডিএ-র যত ভোট প্রাপ্য, তা প্রয়োজনের থেকে সামান্য কমই ছিল। খুবই কম। বিজেপিও নিশ্চিত ছিল, বিরোধীরাও মোটামুটি জানত, ওইটুকু ভোট বিজেপির ভোট ম্যানেজাররা ব্যবস্থা করে নেবে সহজেই। সাম্প্রতিক রাজ্যসভা ভোটেও তাদের ভোট ম্যানেজারদের দক্ষতা দেখা গিয়েছিল। অন্তত দুটি ক্ষেত্রে তারা হিসেবের বাইরে বাড়তি ভোট সংগ্রহ করতে পেরেছিল। নির্বাচনী নৈতিকতার পতন হচ্ছিলই, নরেন্দ্র মোদী জমানায় সেই পতন দ্রুততম হয়েছে। ফলে এদিককার ভোট ওদিকে চলে যাওয়া মানুষের চোখেও জলভাত হয়ে উঠেছে। ইতিহাসে ন্যূনতম জ্ঞান থাকলে এই নিয়ে কোনও সংশয় থাকার কথা নয় যে বিজেপিকেও আজ বা কাল ক্ষমতার বাইরে যেতে হবে। কিন্তু ভারতীয় গণতন্ত্রে যে ক্ষতিটা তারা করে যাচ্ছে (যে গণতন্ত্র অর্জনে তাদের ভূমিকা ছিল শূন্য), তা পূরণ খুব সহজ কাজ হবে না।

ইতিমধ্যেই ওয়াই এস আর কংগ্রেস, বি জে ডি, নীতীশ কুমারের জেডিইউ জানিয়ে দিয়েছে তারা দ্রৌপদী মুর্মুকে সমর্থন করবে। ফলে এটা ধরেই নেওয়া যায় ভারত তার ৭৫তম স্বাধীনতার বছরে দেশের সর্বোচ্চ পদে একজন আদিবাসী মহিলা রাষ্ট্রপতি পেতে চলেছেন। আগামী ১৮ জুলাই হবে রাষ্ট্রপতি ভোট। ফল ঘোষণা ২১ জুলাই।

বর্তমানে দেশে আদিবাসীর সংখ্যা দেশের জনসংখ্যার প্রায় ৯ শতাংশ। ফলে প্রকৃত অর্থে তিনিও একজন সংখ্যালঘু প্রতিনিধি। এটা অনেক আগেই হওয়া উচিত ছিল। কিন্তু যখন স্বাধীনতার ৭৫ বছরে ঘটনাটা ঘটছে, তাকে স্বাগত জানানো উচিত সকলেরই। যদিও এখানে একটা বড় ‘কিন্তু’ আছে। সেই প্রসঙ্গে পড়ে আসছি। তার আগে আমরা দেখে নিই, আধুনিক ভারত গঠনে আদিবাসীদের কী অবদান।

আরও পড়ুন Calcutta High Court: ডিজি-সহ একাধিক পুলিস কর্তার বিরুদ্ধে রুল জারি হাইকোর্টের

২০০৮ সালে পরিকল্পনা কমিশনের কাছে একটি রিপোর্ট জমা পড়েছিল। বিষয়, কেন মাওবাদীদের হিংসার রাজনীতি আদিবাসীদের আকর্ষণ করছে? সেখানে বলা হয় ১৯৪৭ সাল থেলে ২০০৪ সাল পর্যন্ত দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প রূপায়ণে জমি অধিগ্রহণ করা হয়েছে প্রায় ২.৫ কোটি হেক্টর, যার ভিতর অরণ্য ৭০ লক্ষ হেক্টর। এই জমি অধিগ্রহণের ফলে প্রায় ৬ কোটি মানুষ হয় উচ্ছেদ হয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই উচ্ছেদ হওয়া মানুষদের ৪০ শতাংশই আদিবাসী। যদিও ভারতের জনসংখ্যার মাত্র ৮.০৩ শতাংশ আদিবাসী মানুষের বাস। দেশের উন্নয়নে এত বড় যোগদান সত্ত্বেও আদিবাসীরা এখনও দেশের সব থেকে পিছিয়ে পড়া অংশ। ফলে একজন আদিবাসী যখন দেশের রাষ্ট্রপতি হবেন, দেশ আসলে কিছুটা ঋণ-ই পরিষোধ করবে এর মধ্যে দিয়ে। যদিও প্রশ্ন থাকবে, হিন্দুত্ববাদীদের প্রতিনিধি দ্রৌপদী মুর্মু কতটা আদিবাসীদের প্রতিনিধি আর কতটা আরএসএস-বিজেপির প্রতিনিধি। কারণ, তিনি একজন আদিবাসী নেত্রী হয়েও, অভিযোগ উঠেছে, ওড়িশায় যখন কর্পোরেটের বিরুদ্ধে আদিবাসীদের আন্দোলন চলছিল, তাঁকে আদিবাসীদের পাশে দেখা যায়নি। বিজেপি কি তাঁকে মনোনয়ন দিয়ে শুধুই একটা প্রতীক তৈরি করতে চাইছে? শুধুই প্রচারে ব্যবহার করার একটা বিষয় করে তুলবে এই মনোনয়নকে? এখনও পর্যন্ত মনে হচ্ছে, সেই সম্ভাবনাই বেশি। বাকিটা সময় বলবে।

আরও পড়ুন Anarul Hossain: হাসপাতাল থেকে সিউড়ি জেলে পাঠানো হল বগটুইয়ের আনারুলকে

আমরা যদি দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলা নেহরুকে লেখা দেশের প্রথম রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্র প্রসাদের চিঠি-পত্রের দিকে নজর দিই তো দেখতে পাব, ডাঃ প্রসাদ কী ভাবে নেহরুকে পরামর্শ দিচ্ছেন স্বাধীন নির্বাচন কমিশন তৈরি করার ব্যাপারে। শুধু নির্বাচন কমিশন তৈরির ব্যাপারেই নয়, আরও নানা বিষয়ে যে তিনি নেহরুকে তাঁর স্পষ্ট মতামত জানাতেন, তার প্রমাণ ওই সব চিঠির পাতায় পাতায় রয়েছে। তবে এটাও ঢি, এই সংস্কৃতি দেশে বেশি দিন স্থায়ী হয়নি। ধীরে ধীরে রাষ্ট্রপতি ভবন আর সরকারের সম্পর্কটা হয়ে উঠল, ভালো রাজনেতিক ভাষায় বলতে হলে বলতে হয় ‘বন্ধুত্বের’। তার স ব থেকে ভয়ঙ্কর প্রমাণ, ইন্দিরা গান্ধী যখন ক্যাবিনেট মিটিং না করেই ১৯৭৫-এর ২৫ জুন, রাষ্ট্রপতি ফকরুদ্দিন আলি আহমেদকে মাঝ রাত্তিরে কুড়ি লাইনের চিঠি লিখে জরুরি অবস্থা জারি করিয়েছিলেন। যে চিঠির শুরুটা ছিল এই ভাবে, ‘…information has reached us, which indicates that there is an imminant danger to the security of India being threatened by internal disturbance. The matter is extremely urgent….in the circumstances, and in case you are so satisfied, a requisite proclamation under article 352(1) has become necessary.’
রাষ্ট্রপতি কোনও বৈঠক করলেন না, কোনও গোয়ান্দা রিপোর্ট দেখতে চাইলেন না, এক কথায় সই করে জরুরি অবস্থা জারি করে দিলেন। দু’ঘণ্টার মধ্যে কেটে দেওয়া হল সমস্ত খবরের কাগজের লাইন।
এই যে সরকার এবং রাষ্ট্রপতি ভবনের হাতে হাত ধরা মধুর সম্পর্ক, এটা কি গণতন্ত্রের পক্ষে ভালো? এই তর্ক কিন্তু মাঝে মধ্যেই উঠেছে। কিন্তু কোনও রাজনৈতিক দলই এর প্রশ্নের মুখোমুখি হতে চায় না। প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, এর মধ্যে দিয়ে সংবিধান একটা ‘চেকস অ্যান্ড ব্যালান্স’-এর ব্যবস্থা রাখা হয়েছে। সেটা গণতন্ত্রের রক্ষাকবচ। এই কথাটা আমাদের দেশের প্রধান রাজনৈতিক দলগুলো মনে রাখতে চাইছে না।

আরও পড়ুন Calcutta High Court: ডিজি-সহ একাধিক পুলিস কর্তার বিরুদ্ধে রুল জারি হাইকোর্টের
তৃণমূল কংগ্রেস, কংগ্রেস সহ ১৭টা বিরোধী দলের প্রার্থী যশোবন্ত সিনহা কিন্তু এই প্রশ্নটা তুলেছেন। বলেছেন, রাষ্ট্রপতি সরকারের রাবার স্ট্যাম্প নয়, এই শর্তেই তিনি ভোট চাইবেন। তিনি জিতবেন না, সেটা তিনিও জানেন। কিন্তু কিছু প্রয়োজনীয় কথা দেশ জুড়ে তিনি যদি বলেন, সেটা কাজের হবে। যশোবন্ত সিনহা অবশ্য বিরোধীদের প্রথম পছন্দ ছিল না। শারদ পাওয়ার, ফারুক আবদুল্লা, গোপালকৃষ্ণ গান্ধী, তিন জনের কেউই রাজি না হওয়ায় প্রাক্তন আমলা, চন্দ্রশেখর এবং বাজপেয়ী মন্ত্রিসভার সদস্য যশোবন্ত সিনহাকে বিরোধীরা বেছে নেয়। খুব ভালো বাছাই হয়েছে সে কথা বলা যাবে না।
একজন আদিবাসী মহিলাকে প্রার্থী করার পিছনে বিজেপির যে ভোটের অঙ্কটা কাজ করেছে সেটা এই। এই বছরেই গুজরাটে বিধানসভা নির্বাচন। সামনের বছর নির্বাচন মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ে। এর চার রাজ্যে ৭০২টি বিধানসভা আসনের মধ্যে ১৩২টি আসন আদিবাসীদের জন্য সংরক্ষিত। এই ১৩২টি আসনের মধ্যে বিগত নির্বাচনে বিজেপি পেয়েছিল মাত্র ৩৫টি আসন। আদিবাসী রাষ্ট্রপতি নির্বাচিত হলে এখানে বিজেপির আসন বাড়তে পারে। তাছাড়া ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে ৪৭টি এসটি-র জন্য সংরক্ষিত। এখানেও প্রভাব পড়তে পারে আদিবাসী রাষ্ট্রপতি বেছে নেওয়ার।

আরও পড়ুন Weather Updates: উত্তরে চলবে ভারী বর্ষণ, দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়াকে কেন্দ্র করে একটা হালকা করে হলেও বিরোধী ঐক্যের ছবি ফুটে উঠেছে। সেই ঐক্য কোন নিশানায় এগোবে? বিরোধীদের জন্য খুবই চিন্তার বিষয় হল, যেমন অত বড় কৃষক আন্দোলনের প্রভাব সেভাবে উত্তরপ্রদেশে পড়ল না, যেভাবে উন্নাও, লখিমপুরখেড়ি, হাথরসে বিজেপির ভোট বৃদ্ধি হল, যেভাবে অগ্নিবীর বিরোধী আন্দোলনের মধ্যে গত সপ্তাহের উপনির্বাচনে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির দুটি লোকসভা আসন কেড়ে নিল বিজেপি, তাতে এটা স্পষ্ট ২০২৪-এর জন্য জোট বাঁধার কাজ আগের থেকেও অনেক বেশি আন্তরিকতার সঙ্গে, অনেক বেশি খোলা মন নিয়ে করতে না পারলে বিজেপির মুখোমুখি দাঁড়ানোটাই কঠিন হবে। বিরোধীরা কি তার জন্য তৈরি? মনে তো হয় না।
শেষ

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০ ১১ ১২ ১৩ ১৪
১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১
২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮
২৯৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

মহালয়ার আগেই শারদোৎসবের সূচনায় করবেন মুখ্যমন্ত্রী
রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
বসাক বাড়ির পুজোয় বাড়ির থিমের ছোঁয়া
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
ফের কর্মবিরতির ডাক জুনিয়র ডাক্তারদের
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
সোমবার জেলাশাসক ও পুলিশ সুপারদের বৈঠক মুখ্যমন্ত্রীর
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
অনুব্রতর সঙ্গে দেখা করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
টেক্কার ট্রেলারে মারকাটারি দেব
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
অভিযুক্তকে সংশোধনের সুযোগ সন্ত্রাসবাদী অপরাধে কার্যকর নয়: জম্মু ও কাশ্মীর হাইকোর্ট
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
সত্যজিৎ রায় স্মরণে টালা বারোয়ারির থিম হীরা মানিক জ্বলে
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
কলকাতায় এবার বেনারস-হরিদ্বার, মণ্ডপেই গঙ্গা আরতি…
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
হিজবুল্লাহ প্রধানের মৃত্যুতে ইরানের সর্বোচ্চ নেতাকে নিরাপদ স্থানে সরানো হল
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
রেশন দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট ইডির
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
নকল স্টিকার লাগানো লক্ষ লক্ষ টাকার ভেজাল সামগ্রী উদ্ধার
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
বোমাবর্ষণে নিহত হিজবুল্লা প্রধান নাসরাল্লার, দাবি ইজরায়েলের
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
পদত্যাগ করতে চেয়ে ইচ্ছা প্রকাশ ফিরহাদের, খারিজ করলেন নেত্রী
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
আজই কি মুখোমুখি অনুব্রত-কাজল?
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team