Placeholder canvas
কলকাতা শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ |
K:T:V Clock
Fourth Pillar: তিন রাজ্যের নির্বাচন আর চার রাজ্যের উপনির্বাচন কী জানাল? 
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  কৃশানু ঘোষ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ১০:৩০:০০ পিএম
  • / ২০৭ বার খবরটি পড়া হয়েছে
  • কৃশানু ঘোষ

প্রতিটা নির্বাচন মানেই অসংখ্য মানুষের মতামত। এই মতামত কিছু ইঙ্গিত দেয়, কোন ভোট সরে যাচ্ছে, কার ভোট বাড়ল, নতুন কোন খিলাড়ি এসে হাজির হল মঞ্চে, কোন শক্তি ক্ষয়েই চলেছে, এমন হাজারো তথ্য এসে হাজির হয়। আজ তিন রাজ্যের নির্বাচনের ফলাফল বের হল, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড। আর চার রাজ্যের মোট ৫টা উপনির্বাচনের ফলও বেরিয়েছে, তার মধ্যে আছে আমাদের রাজ্যের সাগরদিঘি। সেই ফলাফল কী বলছে আসুন দেখা যাক। 

প্রথমে নাগাল্যান্ড। সরকার ছিল এনডিপিপি মানে ন্যাশনাল ডেমোক্রাটিক প্রোগ্রেসিভ পার্টি আর বিজেপির মিলিজুলি সরকার। বিজেপি ১২টা আসন পেয়েছিল ২০১৮তে, ১৫.৩ শতাংশ ভোট। এবারে বিজেপি প্রায় একই জায়গায়, ১২টা আসন আর ১৮ শতাংশের মতো ভোট। অর্থাৎ ৫ বছর রাজত্বের পর বিজেপি রাজনৈতিক হিসেবে বেড়ে উঠতে পারেনি। কিন্তু ওই এনডিপিপি এবার ঝাড়ু লাগিয়েছে, সুইপ করেছে। ২৪টা আসন জিতে ৬০ আসনের বিধানসভায় গরিষ্ঠতার কাছাকাছি। গতবার ছিল ১৭টা আসন, এবার ২৪টা, বিজেপির ওপরে নির্ভরতা অনেকটাই কমবে। নাগা দাবিদাওয়া আবার মাথাচাড়া দেবে এবং বিজেপির বড়দাদাসুলভ যে কোনও আচরণের পরেই তাঁর বিকল্পও খোলা। পেতেই পারে শরদ পাওয়ারের এনসিপিকে, যাদের হাতে ৭টা আসন, পেতেই পারে জেডিইউকে যাদের হাতে আছে ১টা আসন। কাজেই নাগাল্যান্ডে আপাতত বিজেপির খানিক অস্বস্তি বাড়বে। 

চলুন মেঘালয়ে। গতবারের, মানে ২০১৮তে ফলাফল কী ছিল? হাং অ্যাসেম্বলি হয়েছিল, কংগ্রেস ২১টা আর ন্যাশন্যাল পিপলস পার্টি ২০টা আসন পেয়েছিল, বিজেপির হাতে ছিল ২টো আসন। কিন্তু কংগ্রেসের বুঝে ওঠার আগেই মেঘালয়ে বিজেপি–এনপিপি সরকার তৈরি হয়েছিল, আরও কিছু ছোট দলের সাহায্য নিয়ে। তারপর কংগ্রেসও ভেঙেছে, সব মিলিয়ে ৫ বছর বিজেপি–এনপিপি সরকার চলার পরে পূর্ণ অ্যাজিটক সাংমার ছেলে কনরাড সাংমার এনপিপি এবং বিজেপি এবারের নির্বাচনে আলাদা আলাদা লড়ে। ক’দিন আগেই প্রচারে গিয়ে ছোটা মোটা ভাই অমিত শাহ বলেছে করাপ্ট সরকার, কিন্তু তাঁর পরে গতকাল কনরাড সাংমা জানিয়েছেন ভোট এক জিনিস আর সরকার আরেক জিনিস, কাজেই জোট যে কারও সঙ্গে হতে পারে। এনপিপি গতবারে পেয়েছিল ২০টা এবার ২৫টা, গতবারে ছিল ২০.৬ শতাংশ ভোট, এবারে ৩১.১৩ শতাংশ ভোট। বিজেপির গতবার ছিল ৯.৬ শতাংশ ভোট, এবারে ৯.১২ শতাংশ ভোট। ওদিকে তাসের ঘরের মতো ভেঙেছে কংগ্রেসের ঘর, ২১টা আসন জিতে কংগ্রেস পেয়েছিল ২৮.৫ শতাংশ ভোট, আর এবারে ৫টা আসন আর ১৩.৩৭ শতাংশ ভোট। 

আরও পড়ুন: Fourth Pillar: বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলার সময় এসেছে  

গতবার তৃণমূল মেঘালয়ে লড়েছিল কিন্তু ভোট ছিল নোটারও নীচে, ০.৪ শতাংশ। এবারে তারা লড়েছে, পেয়েছে ৫টা আসন আর ১৩.৬২ শতাংশ ভোট। মানে এনপিপি-র কনরাড সাংমা আর তৃণমূলের মুকুল সাংমা এবং কংগ্রেস হাত মেলালেই ৩৫ এমএলএ নিয়ে অবিজেপি সরকার। হবে কী? দেখতে হবে। নাকি করাপ্ট সরকারের সঙ্গে হাত মেলাবেন অমিত শাহের দল, নির্বাচনে তো কত কী বলা হয়, ওসব ধরতে নেই। কিন্তু একটা জিনিস পরিষ্কার, ৫ বছর রাজত্ব চালিয়েও বিজেপি কিন্তু মেঘালয়েও দাগ কাটতে পারেনি। 

এবার যে রাজ্যের দিকে আমরা তাকিয়েছিলাম, ত্রিপুরা। এরাজ্যে দুটো জিনিস চোখে পড়ার মতো। প্রথমটা হল বিজেপির আসন আর বিজেপির ভোট, আসন ছিল ৩৬টা, ভোট ছিল ৪৩.৫৯ শতাংশ, সহযোগী আইপিএফটি-র আসন ছিল ৮টা আর ভোট ৭.৩৮ শতাংশ। এবারে বিজেপির ভোট শতাংশ অনেকটাই কমেছে, ৩৮.৯২ শতাংশ, আর আসন ৩২। ওদিকে সহযোগী আইপিএফটি-র ধস নেমেছে, তারা এবার ১টা আসন আর ১.২৭ শতাংশ ভোট পেয়েছে। মানে বিজেপি আইপিএফটি-র সম্মিলিত ভোট  ৫০.৯৭ শতাংশ থেকে কমে দাঁড়াচ্ছে ৪০.১৯ শতাংশ, মানে ১০ শতাংশে বেশি ভোট কমেছে। ওদিকে বামফ্রন্ট গতবার ৪৪ শতাংশ ভোট পেয়েছিল এবার তাদেরও ভোট কমেছে। এবার তাদের মোট ভোট ২৫ শতাংশের একটু বেশি আর আসনও ১৬ থেকে কমে ১১তে ঠেকেছে। বাকি প্রায় ২২ শতাংশ ভোট পেয়ে তিপ্রা মথা পার্টি পেয়েছে ১৩টা আসন। তিপ্রা মথা নতুন দল, উপজাতি অঞ্চলে বিজেপি বা বামেদের ভোট পেয়েছে। কিন্তু সমতলে কংগ্রেস গতবারের ১,৭৯ শতাংশ ভোট থেকে এবার ৮.৬৩ শতাংশতে পৌঁছেছে। যদিও এরমধ্যে বামেদের ভোটও আছে কারণ এবার বাম-কংগ্রেস জোট হয়েছিল। কাজেই বাম কংগ্রেসের গতবারে মিলিত ভোট ছিল প্রায় ৪৬ শতাংশ, এবার সেটা কমে ৩৩ শতাংশ এসে দাঁড়িয়েছে। রেজাল্ট পুরোটা বের হবার আগেই বুবাগ্রা, মানে রাজা প্রদ্যোৎ সিং তিপ্রা মথার সমর্থন বিজেপির দিকেই বলে জানিয়ে দিয়েছেন। যা জানা গেল, বিজেপি প্রয়োজনে তিপ্রা মথা ভেঙে চুরমার করে দেবে, সেসবের আগেই সমর্থন জানিয়ে বুবাগ্রা এখন ফলের স্বাদ পাবার অপেক্ষায়। যিনি ক’দিন আগে অমিত শাহের বৈঠক থেকে বেরিয়ে এসে বলেছিলেন, আমি অপমানিত হয়েছি। অবশ্য মান অপমানের অনেক ঊর্ধ্বেই থাকে রাজনীতি, আমরা তো সেটা জানি। 

নাগাল্যান্ড, মেঘালয় ত্রিপুরার আজকের ফলাফলে একটা কথা খুব পরিষ্কার, বিজেপি সারা দেশজুড়ে যে প্যান ইন্ডিয়ান হিন্দু ন্যাশনালিজমকে উত্তর পূর্বাঞ্চলেও চালানোর চেষ্টা করছিল, তা মাঠে মারা গেছে। নাগাল্যান্ডে এনডিপিপি, মেঘালয়ে এনপিপি আর ত্রিপুরাতে তিপ্রা মথার এই জয়, বা এই সমর্থনবৃদ্ধিই বলে দেয় সেই কথা। নাগাল্যান্ডে নাগা উপজাতিদের প্রাধান্য থাকবে, মেঘালয়ে খাসি, গারো, জয়ন্তী হিলস ট্রাইবালদের এজেন্ডাই কাজ করবে, ত্রিপুরার পার্বত্য অঞ্চলে উপজাতিরাই শেষ কথা বলবে এবং তারা এই হিন্দুরাষ্ট্রের নয়া উদগাতা আরএসএস–বিজেপির সঙ্গে একমত নয়, তা এই ফলাফলে পরিষ্কার। 

আরও পড়ুন: Fourth Pillar: ভিন্দ্রানওয়ালার ভূতকে আবার জাগানো হচ্ছে 

এবার চলুন চার রাজ্যের বাই ইলেকশনে। মহারাষ্ট্রের চিনচওয়াদ আসন ছিল বিজেপির, জিতলও বিজেপি কিন্তু জয়ের মার্জিন কমেছে, বিজেপির ভোট কমেছে। কসবা পেঠ, এই আসন ছিল বিজেপির, জিতেছে কংগ্রেস। তার মানে মহারাষ্ট্র বিকাশ আঘাড়ি কাজ করছে, ইলেকশন কমিশন সিম্বল আর নাম দিল একনাথ শিন্ডেকে, কিন্তু শিবসেনার ভোটাররা মহারাষ্ট্র বিকাশ আঘাড়িকেই ভোট দিচ্ছে। এটাই যদি হয়ে থাকে তাহলে আগামী লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে বিজেপির অবস্থা খারাপ হতে বাধ্য। আচ্ছা এই ফাঁকে জানিয়ে রাখি, ১৯৫৬তে এই কসবা পেঠ আসন জিতেছিল কমিউনিস্ট পার্টি, প্রার্থী ছিলেন ভিষ্ণু চিলাতে। ওই একবারই জিতেছিলেন। তামিলনাডুতে স্তালিন ম্যাজিক শেষ হয়নি, ইরোদ ছিল কংগ্রেসের, জিতেওছে কংগ্রেস, স্তালিন নিজে ভোট চাইতে মাঠে নেমেছিলেন। লুমলা, অরুণাচল প্রদেশের, বিজেপির আসন ছিল বিজেপি জিতেছে। ঝাড়খণ্ডে রামগড় ছিল কংগ্রেসের আসন, মমতা মাহাতো, তাঁর নামে ক্রিমিনাল কেস হয়, তিনি দোষী সাব্যস্ত হন, কাজেই উপনির্বাচন হয়। তাঁর জায়গায় ওনার স্বামী বজরং মাহাতো দাঁড়ান, কিন্তু এই আসন আজসু ছিনিয়ে নিয়েছে। 

এবার আমাদের রাজ্যের সাগরদিঘি। সাগরদিঘি কংগ্রেসের আসন ছিল ১৯৫১ থেকে ১৯৭৭ পর্যন্ত, মধ্যে ৬৯-এ একবার বাংলা কংগ্রেস জিতেছিল। ৭৭ থেকে সিপিএম জিতেছে এই আসনে। ২০১১তে সিপিএমকে হারিয়ে তৃণমূলের সুব্রত সাহা, তাঁর মৃত্যুর পরে উপনির্বাচন, জিতল কংগ্রেসের বায়রন বিশ্বাস। গতবারের ৫০ হাজারের মার্জিন ছিল বিজেপির সঙ্গে, এবার বিজেপি পুনর্মূষিক ভব, আবার ফিরে গেছে ওই ১৩ শতাংশে। কিন্তু কংগ্রেসের এই উত্থান অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। প্রথমত, আসনটায় মুসলিম ভোটার প্রচুর, তাহলে কি সেই মুসলিম ভোটে ভাঙন ধরছে? নাকি রাজ্যজুড়ে দুর্নীতির যে অভিযোগ উঠছে, তা কোথাও মানুষের সায় পাচ্ছে? নাকি দুটো বিষয়ই কাজ করছে? না হলে ৫০ হাজারের মার্জিন উবে গিয়ে ১২ হাজারে হার? এর আর কী অন্য কোনও ব্যাখ্যা আছে? বিধানসভায় বাম না থাকলেও কংগ্রেসে একজন যাবেন, একটা তথ্য বটে, তারচেয়েও বড় হল বাম-কংগ্রেস খানিক অক্সিজেন পাবে। তাতে করে জাতীয় কংগ্রেসের রাজ্য দফতর রোজ খুলবে কি? জানা নেই। বাই ইলেকশনে শাসকদলের হার সর্বদাই অন্য কথা বলে। মদন মিত্র, ভরা বাম জমানায় দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থেকে জিতেছিলেন, সেটা স্পষ্ট ইঙ্গিত ছিল। এখনও ঢের দেরি বিধানসভা ভোটের, তার আগেই আছে লোকসভা নির্বাচন। তা থাক, তবুও এই উপনির্বাচনে তৃণমূলের হার দলের কাছে যথেষ্ট উদ্বেগজনক, তা বলাই বাহুল্য। আবার অন্যদিক থেকে স্বস্তি এটাই যে বিজেপি ফিরে যাচ্ছে তাদের আগের ভোট শতাংশে। তা যদি হয় তাহলে ২০২৪-এ বিজেপির ফলাফল এ রাজ্যে আরও খারাপ হবে, সেটাও ভাবা শুরু করেছেন কি জগৎপ্রকাশ নাড্ডা?

     

 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২
১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯
২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬
২৭ ২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

2020 Delhi Riots : বিজেপি নেতা কপিল মিশ্রের বিরুদ্ধে ফের তদন্তের নির্দেশ
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
ঈদে রীনার সঙ্গে সেলফি কিরণের,এন্ট্রি নেই গৌরীর ! আমির কোথায়!
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
ঝুঁকিতে কলকাতা, ভূমিকম্পের তছনছ হতে পারে গোটা শহর!
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
টিকল না বিরোধীদের আপত্তি, বুধবারই সংসদে পেশ হবে ওয়াকফ বিল
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
গুজরাটে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১৮, বাড়তে পারে সংখ্যা
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
৮৯ বছর বয়সে ধর্মেন্দ্রর চোখে অস্ত্রোপচার সঙ্গে নেই নিজের কেউ !
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
আওরঙ্গজেবপুর হল শিবাজীনগর! ফের ১১ স্থানের নাম বদল বিজেপির
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
প্রয়াগরাজে বুলডোজ মামলা: সুপ্রিম ভর্ৎসনা, ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
দর্শক টানছে না ‘সিকন্দার’, ঈদের দিনে বুলেটপ্রুফ গ্লাসের ওপারে ভাইজান!
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
বিমসটেক বৈঠকে যোগ দিতে এবার ব্যাংকক যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৃহস্পতিবার রওনা
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
নদীতে হাঁটু সমান জল, হাত দিলে উঠে আসছে কার্তুজ
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
“কথা না শুনলে শাস্তি পাবে,” রাশিয়াকে কেন একথা বললেন ট্রাম্প?
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
ঘিবলি আর্টে মজলেন অমিতাভ
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
পাথরপ্রতিমা বিস্ফোরণ নিয়ে এবার কী বললেন দিলীপ ঘোষ?
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
মা-মেয়েকে নিয়ে গল্প বলবে ‘পুরাতন’? প্রকাশ্যে ট্রেলার
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team