কলকাতা: দায়িত্ব পেয়েছিলেন ২০১১ সালে। তার পর থেকে টানা ১০ বছর সাফল্যের সঙ্গে পঞ্চায়েত দফতর সামলেছেন। স্বয়ং মুখ্যমন্ত্রী একাধিকবার সুব্রত মুখোপাধ্যায়ের কাজের ভূয়সী প্রশংসা করেছেন। তাঁর আমলে একাধিকবার জাতীয় পুরস্কার পেয়েছে দফতর। ১০০ দিনের কাজেও স্বীকৃতি মিলেছে। ২০২১-এর নভেম্বরে প্রয়াত হয়েছেন তিনি। তবে সেই বছরের কাজের নিরিখেও ১৪টি পুরস্কার ছিনিয়ে নিল পঞ্চায়েত দফতর। সেই দফতরের বর্তমান মন্ত্রী পুলক রায় টুইটে এই খবর জানিয়েছেন।
২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই গ্রাম বাংলার উন্নয়নে বিশেষ নজর দিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার। গ্রাম বাংলাকে শক্তিশালী করতে একাধিক প্রকল্প এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত সেই লক্ষ্যেই দুয়ারে সরকার, পাড়ায় সমাধানের মত প্রকল্পগুলি চালু করেছেন মমতা। এবার পঞ্চায়েত দফতরের কাজের স্বীকৃতি দিল কেন্দ্রীয় সরকার। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবসে ১৪টি জাতীয় পুরস্কার পাচ্ছে বাংলার পঞ্চায়েত দফতর।
ভালো কাজের জন্য পুরস্কার পাচ্ছে দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব বর্ধমান জেলা পরিষদ। শিশুবান্ধব গ্রাম পঞ্চায়েত অ্যাওয়ার্ড পাচ্ছে পূর্ব বর্ধমানের মেমারি-২ ব্লকের বিজুর-২ গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর-১ ব্লকের গোয়াগাঁও-১ গ্রাম পঞ্চায়েত। রাষ্ট্রীয় গৌরব গ্রামসভা পুরস্কার পাচ্ছে বীরভূমের ইলামবাজার ব্লকের ইলামবাজার গ্রাম পঞ্চায়েত।
Bengal sweeps Panchayati Raj Awards. Victory tastes sweeter because these honors are conferred by the the Union Govt of India. 14 national awards for outstanding developmental work in Panchayats. #BestBengal
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) April 14, 2022
আরও পড়ুন: Deoghar Ropeway Accident: দড়ি বেঁধে উদ্ধার ১১ পর্যটককে, সাহসী পান্নালালকে সম্মান প্রধানমন্ত্রীর
গ্রামবাসীর ক্ষমতায়নে উল্লেখযোগ্য অবদানের জন্য উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট পঞ্চায়েত সমিতি এবং পশ্চিম মেদিনীপুর জেলার দাশপুর-১ পঞ্চায়েত সমিতি। ৭টি গ্রাম পঞ্চায়েতও বিভিন্ন ক্ষেত্রে ভালো কাজের জন্য পুরস্কার পাচ্ছে। গ্রাম পঞ্জায়েত গুলি হল- বাঁকুড়া জেলার পত্রসায়র ব্লকের বলসি-২ গ্রাম পঞ্চায়েত, পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের আমড়াকুচি গ্রাম পঞ্চায়েত, পূর্ব বর্ধমান জেলার মেমারি-২ ব্লকের বোহার-১ গ্রাম পঞ্চায়েত।
Under the exemplary leadership of Hon'ble CM @MamataOfficial, West Bengal is at the top, nation-wide once again! @wbprd #BengalModel #EgiyeBangla @egiye_bangla pic.twitter.com/uI9vRMwvlj
— Pulak Roy (@PulakRoyAITC) April 13, 2022
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের গঙ্গারামপুর পঞ্চায়েত, পুরুলিয়া জেলার মানবাজার-২ ব্লকের কুমারী গ্রাম পঞ্চায়েত্ উত্তর ২৪ পরগণা জেলার হাবড়া-১ ব্লকের মছলন্দপুর-১ গ্রাম পঞ্চায়েত, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা-২ ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতও পুরস্কার পাচ্ছে।