ভোট পরবর্তী সন্ত্রাস ইস্যুতে রাজ্য সরকারকে কড়া নির্দেশ দিল হাইকোর্ট। নির্বাচন পরবর্তী সন্ত্রাসের জেরে যে সমস্ত মানুষ আহত হয়েছেন, তাঁদের যথাযথ চিকিৎসার ভার রাজ্য সরকারকেই নিতে হবে। শুক্রবার রাজ্য সরকারকে এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ৫ সদস্যের বেঞ্চ। জাতীয় মানবাধিকার কমিশনের অন্তবর্তী রিপোর্টে ভিত্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। সর্বভারতীয় ডিজিটাল সংবাদমাধ্যম লাইভ ল এমনটাই জানিয়েছে।
ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে হাইকোর্ট কী কী বলল
১) প্রত্যেক অভিযোগের ভিত্তিতে এফআইআর করে তদন্ত হবে।
২) ভুক্তভোগীদের গোপন জবানবন্দী দিতে হবে।
৩) আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে।
৪) অভিজিৎ সরকারের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে হবে।
৫) আলিপুর কম্যান্ড হাসপাতালে ময়নাতদন্ত হবে।
৬) যাদবপুরের জাতীয় মানবাধিকার কমিশনকে বাধা দেওয়ার ব্যাপারে কড়া মনোভাব দেখিয়েছে বেঞ্চ।
৭) ওই দিনের ঘটনার প্রেক্ষিতে ডিসি সাউথ রশিদ মুনিরকে শোকজ করল আদালত।
৮) যাঁদের রেশন কার্ড কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে, সরকারকে তাঁদের রেশন দেওয়ার ব্যবস্থা করতে হবে।