কোচবিহার: ২০২৪ লোকসভা ভোটের আগে এই পঞ্চায়েত নির্বাচন ছিল তৃণমূলের কাছে সেমিফাইনাল। আর এই সেমিফাইনালে বিরোধীদের কার্যত ভোকাট্টা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এবার দেখে নেওয়া যাক কোচবিহার জেলায় পঞ্চায়েত ভোটের ফলাফল কীরকম হলো।
গ্রাম পঞ্চায়েত (১২৮)
তৃণমূলঃ ১০১
বিজেপিঃ ২২
ত্রিশঙ্কুঃ ০৫
পঞ্চায়েত সমিতি (১২)
তৃণমূলঃ ১২
বিজেপিঃ ০০
কংগ্রেসঃ ০০
সিপিএমঃ ০০
অন্যান্যঃ ০০
জেলা পরিষদ (৩৪)
তৃণমূলঃ ৩২
বিজেপিঃ ০২
কংগ্রেসঃ ০০
সিপিএমঃ ০০
অন্যান্যঃ ০০