কলকাতা: ১৪৪ জারি করার পর জেলায় জেলায় মনোনয়ন পর্বে (Nomination Phase) অশান্তি অব্যাহত। কোথাও-কোথাও ভয় দেখিয়ে বিরোধীদের মনোনয়ন জমাই দিতে দেওয়া হচ্ছে না। আবার কোথায় তৃণমূল কংগ্রেস কর্মীদের মারধর করার অভিযোগ। পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। শুরু হয়েছে মনোনয়ন জমার কাজও। এরপর রাজ্যের বিভিন্ন থেকে প্রতিদিনই আসছে সংঘর্ষের খবর। রাজ্যের আবহাওয়ার পারদ যেমন দিন দিন চড়ছে তার সঙ্গে বাড়ছে নির্বাচনের উত্তাপ।
মনোনয়ন-পর্বের তৃতীয় দিনে কাকদ্বীপেও উত্তেজনা সকাল থেকে। কংগ্রেস প্রার্থী শিবানী দাসকে বিডিও অফিস চত্বরেই বাধা দেওয়া হয় বলে অভিযোগ। সেই সঙ্গে নথি কেড়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মনোনয়ন জমাকে কেন্দ্র করে রক্ত ঝরল বাঁকুড়া। সোনামুখীতে মাথা ফাটল বিজেপি নেতার। দলীয় প্রার্থীদের মনোনয়ন করাতে গিয়ে সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামিকে পুলিশের সামনেই হেনস্থার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। উত্তপ্ত মুর্শিদাবাদের রাণিনগর থানা এলাকার শেখ পাড়া। সেখানে তৃণমূল কংগ্রেস কর্মীদের মারধর করার অভিযোগ। কাঠগড়ায় সিপিএম এবং কংগ্রেস।
মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার পূর্ব বর্ধমানের বড়শুলে। সিপিএম কর্মীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। প্রথমে বচসা দিয়ে শুরু হলেও পরে ইটবৃষ্টি শুরু হয়। একে অপরের বিরুদ্ধে লাঠি নিয়ে হামলা চালায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় শক্তিগড় থানার পুলিশ। আহত হয়েছেন পুলিশকর্মী সহ একাধিক।
আরও পড়ুন: Panchayat Election 2023 | পঞ্চায়েত ভোট ১৫ জুলাই হোক, প্রস্তাব হাইকোর্টের
নদিয়ার নাকাশিপাড়ায় হরনগর গ্রাম পঞ্চায়েতের চণ্ডীতলায় কংগ্রেস প্রার্থীকে মনোনয়ন দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেস প্রার্থী জামান মণ্ডলকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর কাকা, হাত ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। কংগ্রেস প্রার্থী শিবানী দাসকে বিডিও অফিস চত্বরেই বাধা দেওয়া হয় বলে অভিযোগ। সেই সঙ্গে নথি কেড়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পাশাপাশি, বিজেপি প্রার্থীদেরও মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ।
সোমবার মনোনয়ন পর্ব শুরু হওয়ার আগে ভাঙড়ে ‘শান্তির বার্তা’ দিয়েছে তৃণমূল। ভাঙড়ের মাঝেরহাট এলাকায় তৃণমূলের দেওয়াল দখলের অভিযোগ উঠেছে আইএসএফের বিরুদ্ধে। ভাঙড়ে কংগ্রেস প্রার্থীকে ডিসিআর নিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল। বিডিও অফিসের মধ্যে পুলিশের সামনেই মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেস প্রার্থী আশরফ আলি মোল্লার অভিযোগ, মনোনয়নে জমা দিতে বাধা দেয় তৃণমূল কর্মীরা। পুলিশের সাহায্যে বিডিও অফিসে ঢুকলেও, তাঁকে সেখানেও তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। মনোনয়নকে ঘরে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিয়েছে।আলিপুরদুয়ার জেলায় গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত রাজ্যের শাসক দল। সেখানে এখনও প্রার্থী চূড়ান্ত হয়নি। তবে প্রার্থী ঘোষণার পর অশান্তির আশঙ্কা করা হচ্ছে।
মনোনয়ন পর্বের বাকি দিনগুলি শান্তিপূর্ণ রাখতে মনোনয়ন কেন্দ্রের এক কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা প্রয়োগ করার নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। সেই নির্দেশ মেনে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে নিরাপত্তা শক্ত করল প্রশাসন। ভাঙড় ২ ব্লকের বিডিও অফিসের বাইরে বসানো হয়েছে অস্থায়ী পুলিশ কিয়ক্স। বীরভূমের সদাইপুর থানা এলাকায় অশান্তি রুখতে বিভিন্ন গ্রামে রুটমার্চ করেছে পুলিশ।
মনোনয়ন প্রক্রিয়ার রাজ্যের যে ছবি উঠে এসেছে, তাতে উদ্বিগ্ন রাজ্যপাল (Governor)। বিজেপি নেতাদের মতে, ইচ্ছাকৃত ভাবেই এ কাজ করা হয়েছে, যাতে বিরোধীরা মনোনয়ন পেশ করতে না পারেন। ২০১৮ সালের ‘রক্তক্ষয়ী’ পঞ্চায়েত ভোটের প্রসঙ্গ টেনে শাসকদলকে বিঁধতে শুরু করেছেন বিরোধীরা।