মালদা: শনিবার রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন চলছে গোটা রাজ্য জুড়ে। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ সুরক্ষা বলয়ের মধ্যে নির্বাচন চলছে। সকাল থেকেই উত্তপ্ত পরিস্থিতি। মালদহে খুন তৃণমূল কর্মী। মানিকচকে বালুটোলার আসিন তলায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তৃণমূল কর্মীর ৷ কংগ্রেসের বিরুদ্ধে হামলা ও গুলি চালানোর অভিযোগ। শনিবার সকালে তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ উঠল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, মৃত তৃণমূল কর্মীর নাম শেখ মালেক (৪০)। তিনি ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন। ঘটনাস্থলে পুলিশ। বালুটোলা ১৮২ নম্বর বুথের ঘটনা।
পঞ্চায়েত ভোটের শুরু থেকেই রক্তের হোলি মুর্শিদাবাদ জুড়ে। মুর্শিদাবাদে ভোটের বলি তিন। গতকাল রাত থেকে এখনও পর্যন্ত মোট তিনজনের মৃত্যু হয়েছে। আর তিনজনই তৃনমুল কর্মী- সমর্থক বলে জানা গিয়েছে। গতকাল রাতে বেলডাঙ্গার এলাকার বাবর আলি নামে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে। পাশপাশি রেজিনগর থানার নাজিরপুর এলাকা থেকে তৃণমূল কর্মী ইয়াসিন শেখের মৃতদেহ উদ্ধার হয়। তাঁকে বোমা মেরে খুন করা হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে এদিন সকালে খড়গ্রামের রতনপুরে সতরুদ্দিন শেখকে কুপিয়ে খুন করা হয়। তিনিও তৃণমুল কর্মী বলে জানা গিয়েছে। এদিকে ভোটের হিংসায় আহত এক মহিলা সহ চারজন। তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।