বীরভূম: পঞ্চায়েতে নির্বাচনী (Panchayat Election 2023) লড়াইয়ে বগটুই কাণ্ডের স্বজনহারা পরিবারের সদস্য। বগটুই গ্রাম সংসদে বিজেপির প্রার্থী পদে মনোনয়নপত্র জমা দিলেন বগটুই (Bagtui) গনহত্যা কাণ্ডে নিহতদের পরিবারের সদস্য মেরিনা বিবি। মেরিনা বিবি ছেলে পলাশ সেখ ভাদু সেখ খুনে অন্যতম অভিযুক্ত। মঙ্গলবার বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লকে এসে তিনি মনোনয়নপত্র (Nomination) জমা দেন। মেরিনা বিবির মা নুরনেহার বিবি এবং মেরিনা বিবির বোন রুপালি বিবি সহ বেশ কয়েকজন বগটুই গণহত্যা কাণ্ডে মারা গিয়েছেন। সোমবার মিহিলাল সেখ সীমা খাতুন নামে তার পরিবারের এক গৃহবধূকে সঙ্গে নিয়ে এসে মনোনয়ন পত্র জমা করান। সেই মিহিলাল সেখের পরিবারের আরও একজন মহিলা মেরিনা বিবি বগটুই গ্রাম সংসদ পদে মনোনয়নপত্র জমা দিলেন।
এখনও রাজ্যবাসীর মনে টাটকা ২০২২ সালের বগটুই গণহত্যার স্মৃতি। গণহত্যার পরই তোলপাড় হয়ে ছিল রাজ্য রাজনীতি। বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লকের অন্তর্গত বরশাগ্রাম পঞ্চায়েত উপপ্রধান তৃণমূল নেতা ভাদু শেখকে খুনের ঘটনার পর চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এরপরই রাতের অন্ধকারে বাড়িতে পুড়িয়ে মারা হয় ১১জনকে। বাতাসে ভাস ছিল পোড়া লাশের গন্ধ। ঘটনার পর সিবিআই তদন্ত শুরু করে। এই ঘটনার পর স্বজনহারা পরিবারের পক্ষ থেকে তৃণমূলের মিহিরলাল শেখ শুভেন্দুর সভায় গিয়ে বিজেপিতে যোগদান করেন।
একদা তৃণমূলের শক্ত ঘাঁটি বগটুইয়ে এবার পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের বিরুদ্ধে বিজেপির হয়ে মনোনয়ন স্বজনহারা পরিবারের। রামপুরহাট ১ নম্বর ব্লকে মিহিলাল সেখ সহ তার পরিবার গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি থেকে বিজেপির হয়ে ভোটে মনোনয়ন জমা করেন সোমবার। মিহিলাল শেখ বলেন, সোমা বিবি মনোনয়ন করেছেন আরও ১জন মনোনয়ন করবেন। প্রধানমন্ত্রী আর্দশকে সঙ্গী করেই পঞ্চায়েতে জিতব।