কলকাতা: রবিবার রাত থেকে টানা বৃষ্টির জেরে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা। উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই জলযন্ত্রণার এক ছবি। এরই মধ্যে আশার কথা শোনাল আবহাওয়া দফতর। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে কলকাতায়। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে আগামিকাল কলকাতায় Yellow বা মাঝারি সতর্কতা জারি করা হয়েছে। তবে আজ বৃষ্টি চলবে। আগামী কয়েক ঘন্টায় আরও বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।
একদিকে অক্ষরেখা, অন্যদিকে ঘূর্ণাবর্ত৷ এই জোড়া ফলায় রবিবার গভীর রাত থেকে শুরু হয় প্রবল বৃষ্টি৷ আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা ছাড়াও সোমবার সারা দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং নদিয়া জেলায়। ভারী বৃষ্টি চলবে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং দুই মেদিনীপুরেও।
আরও পড়ুন: Kolkata Rain : রেকর্ড বৃষ্টি ধাপায়, বাকি কোন এলাকায় কতটা বৃষ্টি দেখে নিন এক নজরে
জল ঢুকছে গাড়িতে
মঙ্গলবার কলকাতা সহ গাঙ্গের পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির তীব্রতা কমার সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামিকাল বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। বুধবার দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন: Monsoon & Acne: বর্ষাকালের কালো মেঘ যেন নেমে না আসে মুখে
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, শহরে রেকর্ড পরিমানে বৃষ্টি হয়েছে ধাপাতে (dhapa)। সেখানে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বৃষ্টির পরিমাণ ছিল ১২৭ মিলিমিটার। সকাল ৬টার পর থেকে দুপুর ২ টো পর্যন্ত বৃষ্টির পরিমাণ ৬৩ মিলিমিটার। অর্থাৎ রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত ধাপায় মোট বৃষ্টির পরিমাণ ১৯০ মিলিমিটার।
রেকর্ড বৃষ্টির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তপসিয়া। এখনও পর্যন্ত সেখানে বৃষ্টি হয়েছে ১৫৫ মিলিমিটার। এরপরেই রয়েছে উল্টোডাঙা। সেখানে বৃষ্টির পরিমাণ ১৫২ মিলিমিটার। বঙ্গোপসাগরের উপরে সৃষ্ট ঘূর্ণাবর্তের কারণে রাজ্যজুড়ে নিম্নচাপ। রবিবার থেকে বৃষ্টির কারণে কার্যত জলের তলায় মহানগরী। ধাপা, তোপসিয়া এবং উল্টোডাঙ্গা ছাড়াও শহরের বেশিরভাগ জায়গায় বৃষ্টির পরিমাণ ১০০ মিলিমিটার ছাড়িয়েছে।
আরও পড়ুন: সারা রাত ঝমঝমিয়ে বৃষ্টি, জলের তলায় কলকাতা