কলকাতা: দক্ষিণবঙ্গে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রার পারদ। দিনের বেলা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। সন্ধ্যার দিকে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হলেও বেশিরভাগ সময়েই আর্দ্রতার পরিমাণ থাকছে মাত্রাতিরিক্ত। অন্যদিকে সময়ের আগেই কেরেলায় প্রবেশ করেছে বর্ষা। বাংলায় তা কবে আসবে, এই প্রশ্নই ঘুরছে সবার মাথায়। তারই সামান্য ইঙ্গিত মিলেছে হাওয়া অফিসের পূর্বাভাসে। কলকাতায় আজও বিকেলের পর বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।
মৌসুমী বায়ু কেরালায় প্রবেশ করায় বঙ্গে বর্ষা প্রবেশের পথ সুগম হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি অর্থাৎ অসম, মেঘালয়-সহ রাজ্যগুলিতে আগামী তিন-চারদিনের মধ্যে এই মৌসুমী বায়ু প্রবেশ করবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তার ফলে বঙ্গে বর্ষার প্রবেশ শুধুই সময়ের অপেক্ষা।
মঙ্গলবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লেই আরও বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৭ শতাংশ।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। তবে আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না আগামী কয়েকদিন।
উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিনও। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি- এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে।