কলকাতা: বিগত কয়েক সপ্তাহ কলকাতা সহ গোটা রাজ্যেই কখনও ভারী আবার কখনও হালকা বৃষ্টি হয়েছে। তবে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাল আলিপুর আবহাওয়া দফতর। তবে দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কলকাতার ক্ষেত্রে মূলত মেঘলা থাকবে আকাশ এবং দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টি কমে জোরে তাপমাত্রা খানিকটা বাড়ে পারে বলে মনে করা হচ্ছে। রবিবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
দক্ষিণবঙ্গ: আজ দক্ষিণবঙ্গের সবকটি জেলার কোথাও না কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী ১২ সেপ্টেম্বর মঙ্গলবার নাগাদ উত্তর-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তারই প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। আবহাওয়া দফতর জানিয়েছে ১২ সেপ্টেম্বর মঙ্গলবার নাগাদ উত্তর-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তার সম্ভাব্য অভিমুখ হতে পারে ওড়িশার দিকে।
আরও পড়ুন: মধ্যরাতের আগেই রাজ্যপালের দুই চিঠি নিয়ে জল্পনা
উত্তরবঙ্গের ক্ষেত্রে কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। বাকি সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার, মঙ্গলবার ও বুধবার আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।