কোচবিহার: এবার মানুষের পঞ্চায়েত (Panchayat Election 2023) গড়ার ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee )। সোমবার কোচবিহার (Cooch Behar) থেকে মমতা পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করলেন। চান্দামারি প্রাণনাথ হাইস্কুলের মাঠে নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রী বলেন, পঞ্চায়েত এখন থেকে আমরাই (পড়ুন নবান্ন থেকে) নিয়ন্ত্রণ করব। কাউকে এক পয়সা খেতে দেব না।
এবারের পঞ্চায়েত ভোটে শাসকদলের দুর্নীত একটা বড় ইস্যু। জেলায় জেলায় শুধু বিরোধী দলগুলি কিংবা সাধারণ মানুষই নয়, শাসকদলরে তরফেও পঞ্চায়েতে দুর্নীতি নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে। আবাস যোজনা, গ্রামীণ সড়ক যোজনা, একশো দিনের কাজের প্রকল্প নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে। গত এক দেড় বছরে এই সব প্রকল্পে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে দফায় দফায় কেন্দ্রীয় পর্যবেক্ষক দল এসেছে রাজ্যে। বহু অনিয়ম, ঠিকমতো হিসেব না দেওয়ার অভিযোগে এই সব প্রকল্পের জন্য কেন্দ্রীয় বরাদ্দ আটকে রেখেছে বিজেপি সরকার। তা নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপড়েন চলছে বহুদিন ধরে। মমতা থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো শাসকদলের নেতা-মন্ত্রীরা পাওনা টাকার দাবিতে দিল্লিতে দরবার করার হুমকি দিয়েছেন বারবার। সম্প্রতি জনসংযোগ যাত্রায় বেরিয়ে অভিষেক জানান, পঞ্চায়েত ভোট শেষ হলে দশ লক্ষ লোক নিয়ে গিয়ে দিল্লি থেকে প্রাপ্য টাকা আদায় করে আনা হবে।
আরও পড়ুন: Panchayat Election 2023 |Rajiv Sinha | রাজীব সিনহার নিয়েগ চ্যালেঞ্জ করে মামলা বিজেপির
এদিকে শাসকদলের হাতে থাকা বহু পঞ্চায়েতে সীমাহীন দুর্নীত হয়েছে। তাই জনসংযোগ যাত্রা বা তৃণমূলের নবজোয়ার কর্মসূচি থেকে মানুষের ভোটের মাধ্যমে পঞ্চায়েতে যোগ্য এবং স্বচ্ছ পঞ্চায়েত প্রার্থী নির্বাচনের উপর জোর দিয়েছিলেন অভিষেক। এদিন মমতা বলেন, গত দুমাস ধরে অভিষেকরা পঞ্চায়েতে মানুষের ভোটে প্রার্থী ঠিক করেছে। তাঁর দাবি, ৯৯ শতাংশ পঞ্চায়েত স্বচ্ছ। এক শতাংশে হয়ত দুর্নীতি হয়েছে। আমরা তাদের টিকিট দিইনি। প্রার্থীও হবে, আবার চুরিও করবে। দুটো একসঙ্গে হয় না।
মুখ্যমন্ত্রী জনতাকে স্মরণ করিয়ে দেন, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার প্রভৃতি প্রকল্পের জন্য কাউকে টাকা দিতে হয় না। আপনাদের সাবধান করে দিচ্ছি, কাউকে টাকা দেবেন না। টাকা চাইলে বলবেন। আমি সব দেখে নেব। এবার আমরা পঞ্চায়েত নিয়ন্ত্রণ করব।