মুম্বই: ভোটের আগে পর্যন্ত আমাদের আরও আক্রমণের জন্য তৈরি থাকতে হবে। আরও তল্লাশি অভিযান হবে, ভূরিভূরি গ্রেফতার হবে। কারণ সরকারের প্রতিহিংসামূলক রাজনীতির মুখোমুখি হতে হবে আমাদের। শুক্রবার মুম্বইয়ে ইন্ডিয়া জোটের বৈঠকে শরিক দলগুলিকে এই বলে সতর্ক করে দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। তিনি আরও বলেন, ইন্ডিয়া জোটের পায়ের তলায় মাটি যত শক্ত হচ্ছে, ততই বিজেপি সরকার এজেন্সিগুলিকে আমাদের নেতাদের বিরুদ্ধে ব্যবহার করবে।
খাড়্গে আরও বলেন, আমাদের যত শক্তি বাড়ছে, ততই সরকার ভয় পাচ্ছে। তাই এরপরেও সরকার গুরুত্বপূর্ণ বিলগুলিকে একতরফাভাবে পাশ করবে। আমাদের এমপিদের সাসপেন্ড করা হবে। পাটনা ও বেঙ্গালুরু বৈঠকের সাফল্য ব্যাখ্যা করে খাড়্গে আরও বলেন, এতেই বোঝা যায়, প্রধানমন্ত্রীর আক্রমণের লক্ষ্যবস্তু এখন ইন্ডিয়া। শুধু তাই নয়, তিনি দেশের নামের সঙ্গেও জঙ্গি সংগঠনের তুলনা টেনেছেন। ইন্ডিয়া নামকে দাসত্বের সঙ্গে তুলনা করেছেন। গত ৯ বছর ধরে বিজেপি-আরএসএস মিলে যে ঘৃণা ছড়িয়েছে তার ফল হিসেবে চলন্ত ট্রেনে, স্কুলের বাচ্চাদের উপরও অপরাধ ঘটছে, বলেন খাড়্গে।
‘আমরা দেশের ভালোর জন্য লড়াই করছি।’ মুম্বইয়ে জোটের বৈঠকের আগে বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মহাজোটের মহাবৈঠকে যোগ দিতে গ্র্যান্ড হায়াত হোটেলে একে একে জড়ো হচ্ছেন নেতানেত্রীরা। উল্লেখ্য, বহু জল্পনায় জল ঢেলে দিয়ে এদিন প্রতীক প্রকাশ হচ্ছে না বলে শেষ মুহূর্তে জানা গিয়েছে। শিবসেনার রাজ্যসভা সদস্য সঞ্জয় রাউত নিশ্চিত করে বলেন, জোটের একটি অতি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে লোগো। আমাদের আলোচনায় এ বিষয়ে কথা হয়েছে। তবে আজই তা প্রকাশ করা হচ্ছে না।