নয়াদিল্লি: পাঁচ রাজ্যে ভোটের ফল বেরোনোর পর থেকেই বেড়েই চলেছে জ্বালানির দাম। পেট্রোল-ডিজেলের দাম তো বাড়ছেই, পাল্লা দিয়ে বাড়ছে রান্নার গ্যাস সিলিন্ডারের দামও। পেট্রোলের দাম মাসখানেক আগেই সেঞ্চুরি ছাড়িয়েছিল গোটা দেশে। এ বার ডিজেলও পা বাড়াচ্ছে ১০০-র দিকে। যদিও দেশের বেশ কয়েকটি শহরে ইতিমধ্যেই সেঞ্চুরি ছুঁয়ে ফেলেছে ডিজেল।
উৎসবের মরশুমেও দামবৃদ্ধির গতি আরও বেড়েছে। ১২ ও ১৩ অক্টোবর পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিত ছিল। ১৪ তারিখ অর্থাৎ দুর্গাপুজোর নবমী থেকে দ্বাদশী পর্যন্ত লাগাতার ঊর্ধ্বমুখী জ্বালানির দাম। আজ, রবিবার কলকাতায় পেট্রোলের দাম বাড়ল লিটার প্রতি ৩৩ পয়সা, ডিজেলের দাম বাড়ল ৩৫ পয়সা। কলকাতায় পেট্রোলের দাম লিটারে ১০৬ টাকা ৪৩ পয়সা। ডিজেলের দাম হল লিটারে ৯৭ টাকা ৬৮ পয়সা।
আরও পড়ুন: ট্যাক্স চাপিয়ে জ্বালানির দাম বাড়ানো তোলাবাজি, মোদিকে আক্রমণ চিদম্বরমের
পেট্রোল-ডিজেলের দাম নিয়ে এ বার মুখ খুললেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি। শনিবার তিনি বলেন, কোভিড পূর্ববর্তী সময়ের তুলনায় এখন পেট্রোল-ডিজেলের ব্যবহার বেড়েছে। পেট্রোলের ব্যবহার ১০-১৫ শতাংশ এবং ডিজেলের ব্যবহার ৬-১০ শতাংশ বেড়েছে। আমি পেট্রোল-ডিজেলের দামের বিষয়ে যাব না। আমরা মূল্য স্থিতিশীল রাখার কাজ চালিয়ে যাচ্ছি।
করোনা পরিস্থিতিতে রুটি-রুজি হারিয়ে সংকটে বহু মানুষ। এরই মধ্যে জ্বালানির দাম বেড়ে চলায় চিন্তার ভাঁজ আমজনতার কপালে। যদিও পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিজেপির শীর্ষনেতারা। অর্থনীতিবিদদের একাংশের মতে, কেন্দ্রের উচিৎ তেলের এই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা। না হলে দেশের অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
আরও পড়ুন: এ বার মধ্যপ্রদেশ, প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় বেপরোয়া গতিতে ঢুকল গাড়ি, মৃত ১