মুম্বই: ‘আমরা দেশের ভালোর জন্য লড়াই করছি।’ মুম্বইয়ে জোটের বৈঠকের আগে বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মহাজোটের মহাবৈঠকে যোগ দিতে গ্র্যান্ড হায়াত হোটেলে একে একে জড়ো হচ্ছেন নেতানেত্রীরা। উল্লেখ্য, বহু জল্পনায় জল ঢেলে দিয়ে এদিন প্রতীক প্রকাশ হচ্ছে না বলে শেষ মুহূর্তে জানা গিয়েছে। শিবসেনার রাজ্যসভা সদস্য সঞ্জয় রাউত নিশ্চিত করে বলেন, জোটের একটি অতি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে লোগো। আমাদের আলোচনায় এ বিষয়ে কথা হয়েছে। তবে আজই তা প্রকাশ করা হচ্ছে না।
রাহুল গান্ধী আদানি ইস্যুতে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তোপ দাগার পর আজ, শুক্রবার যৌথ সাংবাদিক সম্মেলন করে বিজেপি বিরোধিতার সুর চড়াবে ইন্ডিয়া জোট। গতকাল, বৃহস্পতিবার বিরোধী দলগুলির একটি ঘরোয়া আলোচনা হয়েছে। সেখানে ২০২৪ সালের লোকসভা নির্বাচন ছাড়াও আঞ্চলিক রাজনীতির ক্ষেত্রে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটকে পাখির চোখ করে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে সূত্রে জানা গিয়েছে। এদিন বিরোধী জোট বড় শরিক দলগুলি থেকে বাছাই করে ১১ জনের সমন্বয়কারী কমিটি ঘোষণা করতে পারে। এই কমিটিই জোটের নীতি নির্ধারক কমিটি হবে। এছাড়াও ২৮টি বিজেপি-বিরোধী শরিককে একসূত্রে গাঁথতে একটি প্রতীকও প্রকাশ করার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে। এদিন মুম্বইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলে আনুষ্ঠানিক বৈঠকে বসছে ইন্ডিয়া।
যে বৈঠকে উপস্থিত রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, নীতীশ কুমার, লালুপ্রসাদ যাদব, তেজস্বী যাদব, এম কে স্ট্যালিন, মেহবুবা মুফতি, ওমর আবদুল্লা, অরবিন্দ কেজরিওয়াল ও আয়োজক দল শিবসেনার নেতা উদ্ধব ঠাকরে।