কলকাতা: মৃত্যুহীন নির্বাচন কাম্য। আলিপুর আদালত থেকে বেরোনোর সময় রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের গণনা নিয়ে বললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। মঙ্গলবার আদালত থেকে বের হওয়ার সময় ভোট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্থ বলেন, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তার উন্নয়নকে সমর্থন করেছে। বাংলার মা মাটি মানুষের জয়, শুধু দুঃখ থেকে গেল মৃত্যুহীন হলে বোধহয় আরও ভালো হত।
মঙ্গলবার সকালে নানা গণনাকেন্দ্রে শুরু হয় ভোটগণনা। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। রাজ্যের ২২টি জেলার গ্রামীণ মানুষজনের মতামত ব্যালট বাক্সে বন্দি। ফল ঘোষণার আগেই পঞ্চায়েতে মমতার উপর যে গ্রাম বাংলার মানুষ আস্তা রাখবে তা ভবিষ্যদ্বানী করলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানিয়ে দেন, মা–মাটি–মানুষের জয় হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় হবে।মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই ভরসা রাখবে গ্রামবাংলা। তাঁর এই মন্তব্য নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। এখনই দেখা যাচ্ছে জেলায় জেলায় ঘাসফুল ঝড় উঠেছে।
আরও পড়ুন: Panchayat Election 2023 | Basirhat | সিপিএম কর্মীর বাড়িতে হামলা ও মারধরের তৃণমূলের বিরুদ্ধে
পাহাড় থেকে সমতলে সবুজ ঝড় অব্যাহত। চারিদিকে উড়ছে সবুজ আবির, ইতিমধ্যেই তৃণমূলের নেতারা বিজয় মিছিল বের করছেন। এদিন পঞ্চায়েত নির্বাচনে হিংসার প্রসঙ্গ রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) বলেন, তৃণমূল এমনিতেই জিতত। জেলায় জেলায় যে সব জায়গায় আশান্তি হয়েছে সে সব দরকার ছিল না! বাবুল বলেন, এটা সত্যি যে, প্রায় ৭০ হাজার বুথের মধ্যে যে ১০০টি বুথে গন্ডগোল হয়েছে,গন্ডগোল থেকে যদি ৪০টি প্রাণ চলে গেল। তিনি আরও বলেন, নিচুতলার কর্মীদের বোঝা উচিত ছিল জয় তৃণমূলের হবে। কর্মীরা এই গন্ডগোল করায় মুখ্যমন্ত্রী মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরোধীদের সমালোচনার সুযোগ করে দিচ্ছেন।
লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের কাছে অ্যাসিড টেস্ট। নিয়োগ দুর্নীতি, গরু পাচার মামলা, আবাস যোজনা, মিডে মিল দুর্নীতি সহ একাধিক দুর্নীতিতে নাম জড়ালেও গ্রাম বাংলার মানুষ ষে তৃণমূলেই আস্তা রেখেছে তা ভোটের গণনা শুরু পর থেকেই পরিষ্কার হয়ে গিয়েছে। গণনা যত এগোচ্ছে তৃণমূলের জয়রথ তড়তড়িয়ে এগিয়ে চলছে।