বেলডাঙা: ভোটে ঘিরে ফের মৃত্যু মুর্শিদাবাদের (Murshidabad)। বেলডাঙায় (Beldanga) বোমা বাঁধার কাজ চলার সময় বিস্ফোরণের মৃত্যু এক যুবকের। মৃতের নাম আলিম শেখ। বিস্ফোরণের শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ঘরে রক্তাক্ত অবস্থায় আলিম শেখকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এবং হাসপাতালে মৃত্যু হল তাঁর।
জানা গিয়েছে, মৃত আলিম শেখ, মুর্শিদাবাদের বেলডাঙার কাপাসডাঙার বাসিন্দা। বেলডাঙা থানার মজ্যেমপুর এলাকার ঘটনা। ঘটনাস্থল থেকে ২০ টি বোমা উদ্ধার। স্থানীয়দের দাবি, শনিবার সকাল থেকে মজ্যেমপুরে এলাকার একটি পাটের জমিতে বোমা বাঁধছিল বেশ কয়েকজন দুষ্কৃতী। সেই সময় হঠাৎ করেই বিস্ফোরণ হয়। এলাকার লোকজন বিকট শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়ে। খবর পেয়ে আসে বেলডাঙা থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় এক দুষ্কৃতিকে। ভোটের সময় এলাকায় সন্ত্রাস করার উদ্যেশ্যে ওই বোমা তৈরি হচ্ছিল বলে মনে করছে এলাকাবাসীরা। স্থানীয়দের দাবি, ভোটের আগে এলাকায় সন্ত্রাস ছড়ানোর উদ্দেশে বোমা বাঁধার কাজ চলছিল।
২০১৮ সালে রক্তক্ষয়ী পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) স্মৃতি এখনও তাজা রাজ্যবাসীর মনে। পাঁচ বছর পর ফের রাজ্যে নির্বাচনের বাদ্যি বেজেছে। পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পরই রাজ্যজুড়ে অশান্তির বাতাবরণ। রাজ্যের বাতাসে ভাসছে বারুদের গন্ধ। অশান্তি নিয়েই শাসক বিরোধী তদজা তুঙ্গে। বিরোধীদের অভিযোগ, একদফায় নয় কয়েক দফায় কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে পঞ্চায়েত ভোট করতে হবে। যদিও শাসকদলের দাবি, রাজ্যের কয়েকটা বুথে বিচ্ছিন্ন অশান্তি ঘটনা ঘটেছে। বাকি সব শান্তিপূর্ণই রয়েছে। বিরোধীরা সরকারকে বদনাম করার চেষ্টা করছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে মামলা গড়িয়েছে হাইকোর্টেও। বেশ কয়েকবার আদালতে ভর্ৎসনার মুখেও পড়তে হয় রাজ্য নির্বাচন কমিশনকেও। আদালত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় কমিশনকে। রাজ্য নির্বাচন কমিশনের তরফে প্রথম দফায় ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে চিঠি দেয়। শনিবার ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে এসে পৌঁছল কেন্দ্রীয় বাহিনী। জুড়ে শুরু হল রুট মার্চ। এরপরও পঞ্চায়েত ভোট ঘিরে রাজ্যজুড়ে সন্ত্রাস অব্যাহত।
আরও পড়ুন: Panchayat Election | মাড়গ্রামে তাজা বোমা ও বিস্ফোরক উদ্ধার, কংগ্রেস প্রার্থী সহ গ্রেফতার ৫
নির্বাচনী অশান্তিতে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১০ জনের মতো। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন বোমা উদ্ধার হচ্ছে। এদিন বীরভূমের মাড়গ্রামের বাহিরগোড়া গ্রামে হানা দিয়ে ২০টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। সেইসঙ্গে উদ্ধার হয়েছে বোমা তৈরির বিভিন্ন উপকরণ। ঘটনায় গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী সহ সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতেও বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের (Murshidabad) রানিনগর। দফায় দফায় উত্তজেনা ছড়ায়। বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠেছিল। বোমাবাজির ঘটনায় ইতিমধ্যেই দুই জনকে গ্রেফতার করেছে রানিনগর থানার পুলিশ।