নন্দীগ্রাম : মনোনয়ন (Nominations) জমাকে কেন্দ্র করে পুলিশ ও বিজেপি কর্মীদের বচসায় নন্দীগ্রামে উত্তেজনা। নন্দীগ্রামের সেই হরিপুর অঞ্চলের বিজেপি প্রার্থীরা প্রথম দিনেই মনোনয়ন জমা করলেন নন্দীগ্রাম-১ ব্লকের বিডিও অফিসে গিয়ে। সঙ্গে প্রচুর বিজেপির কর্মী-সমর্থক থাকায় প্রার্থীদের আটকে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। নন্দীগ্রাম থানা থেকে ব্লক অফিস যাওয়ার রাস্তা অত্যন্ত সরু। সেই কারণে বিজেপি কর্মীদের বাধা দেয় পুলিশ। এরপরই পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা বাধে।
আগামী ৮ জুলাই রাজ্য পঞ্চায়েত ভোট। শুক্রবার থেকেই শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। তা চলবে ১৫ জুন পর্যন্ত। বৃহস্পতিবার ১৪ জন প্রার্থী বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাদ পালের নেতৃত্বে জানকীনাথ মন্দিরে পুজো দেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী এজেন্ট তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক মেঘনাথ পালের নেতৃত্বে শতাধিক বিজেপি কর্মীর সমর্থক মিছিল করে মনোনয়ন জমা দিতে বিডিও অফিসে যান। বিজেপির কর্মী-সমর্থকদের সংখ্যায় বেশি থাকায় প্রার্থীদের আটকে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।এরপরই পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা বাধে। পরে অবশ্য পুলিশের নির্দেশ মতো কেবল প্রার্থীরাই বিডিও অফিসে গিয়ে মনোনয়ন জমা দেন।
আরও পড়ুন: Panchayat Election 2023 | মমতার সঙ্গে সুসম্পর্ক রাখতে পঞ্চায়েতে প্রার্থী দেবে না আপ
কয়েক মাস আগে নন্দীগ্রাম ১ ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের ১৪ সদস্যের প্রার্থী তালিকা প্রকাশ করেছিল বিজেপি। সেখানেও একাধিক সংখ্যালঘু মুখ ছিল। যা নিয়ে জেলায় দলের অন্দরে জল্পনা তৈরি হয়েছিল। তপন বলেন, সমস্ত মণ্ডলকে প্রার্থিতালিকা জেলা কমিটিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। যদি বিজেপির আগেভাগে প্রার্থী তালিকা প্রকাশ করাকে গুরুত্ব দিতে নারাজ শাসকদল।