কলকাতা টিভি ওয়েব ডেস্ক: মঙ্গলবার রাজ্যের দুই কেন্দ্রে উপনির্বাচন। বালিগঞ্জ বিধানসভার পাশাপাশি এদিন ভোটগ্রহণ আসানসোল লোকসভা কেন্দ্রে। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত। আসানসোলে ভোটের নিরাপত্তার দায়িত্বে ১২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ৫১ শতাংশ বুথে থাকবে ওয়েব কাস্টিং ব্যবস্থা। এদিকে বালিগঞ্জে মোতায়েন করা হয়েছে ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কড়া নিরাপত্তায় শুরু হয়েছে ভোটগ্রহণ।
সকাল ৯.৫৪: আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের গাড়ি ভাঙচুর ও তার নিরাপত্তারক্ষী আহত হওয়ার ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন।
সকাল ৯.৫০: সকাল ৯টা পর্যন্ত বালিগঞ্জে ভোট পড়েছে ৮ শতাংশ। আসানসোলে ভোট পড়েছে ১২.৭৭ শতাংশ।
সকাল ৯.৪৫: বহিরাগতদের নিয়ে বুথে ঢোকার অভিযোগ বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে। তৃণমূলের কর্মীদের সঙ্গে বচসায় জড়ান বিজেপি প্রার্থী। অগ্নিমিত্রা পল গাড়িতে ওঠার সময় ফের শুরু হয় বচসা। এরপর অগ্নিমিত্রার গাড়িতে হামলা করা হয়। মারধর করা হয় অগ্নিমিত্রা পলের নিরাপত্তারক্ষীদের।
সকাল ৯.২২: বিভিন্ন ওয়েব কাস্টিংয়ে নজরদারি বাড়ানোর নির্দেশ নির্বাচন কমিশনের। আসানসোলের জেলাশাসককে নির্দেশ নির্বাচন কমিশনের। বারাবনির বুথের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেবিষয়টি নিশ্চিত করতে ওয়েব কাস্টিংয়ে নজরদারি করতে হবে।
সকাল ৯.১৫: বালিগঞ্জের সাউথ পয়েন্ট স্কুলে ঢুকতে বাধা তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয়কে। কেন্দ্রীয় বাহিনী তাকে বাধা দিয়েছে এমনটাই অভিযোগ। এ বিষয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছ থেকে বিষয়টি জানতে চেয়েছে নির্বাচন কমিশন।
সকাল ৯.০৩: আসানসোলে বুথের ভেতর সশস্ত্র নিরাপত্তা রক্ষী নিয়ে প্রবেশ করেছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস।
সকাল ৮.৫১: বালিগঞ্জের সাউথ পয়েন্ট স্কুলে বুথে ঢুকতে বাধা ভোটারদের। ভোট দিতে দিচ্ছে না কেন্দ্রীয় বাহিনী, অভিযোগ ভোটারদের। ফোন বন্ধ করেও বুথের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না তাঁদের।
সকাল ৮.৪৬: বারাবনির ২৮৪/২৩৪ নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। অভিযোগ, ওই বুথের এক ভোটারের সঙ্গে অন্য একজন এসে ভোট দেন।
সকাল ৮.২৩: বালিগঞ্জ বিধানসভার ২২৭ নম্বর বুথে ইভিএম মেশিন খারাপ। বন্ধ ভোটগ্রহণ।
সকাল ৮.২০: ভোট দিলেন আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। আসানসোলের এলআইসি বুথে ভোট দিলেন তিনি।
সকাল ৮.১৫: পার্ক সার্কাসের লেডি ব্রেবোর্ন কলেজে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় ও কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরী। হঠাৎ দেখা হতেই চলল কুশল বিনিময়। ভোটের সকালে সৌজন্যের ছবি বালিগঞ্জ বিধানসভায়।
সকাল ৮.১০: আসানসোলের চেলিডাঙা হাইস্কুলে ইভিএম খারাপ। বেশ কিছুক্ষণ ধরেই ভোটগ্রহণ বন্ধ রয়েছে বলে অভিযোগ ভোটারদের।
সকাল ৭.৫০: ভোটের সকাল থেকেই বুথের ১০০ মিটারের নিয়ম মেনে ঘুরছেন তৃণমূলের প্রার্থী বাবুল সুপ্রিয়। বিভিন্ন বুথ পরিদর্শনে বেরিয়েছেন সকাল থেকেই। এদিনও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি।
সকাল ৭.৩৪: ভোট শুরু হতেই বালিগঞ্জের অশোক হল স্কুলের বুথে উত্তেজনা। ১৬৭ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ উঠল প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। খবর পেয়ে সেখানে যান বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। শুরু হয় বচসা। তিনি অভিযোগ তোলেন, বুথের মধ্যে কলকাতা পুলিসের কর্মীরা বসে রয়েছেন। কেন বুথের ১০০ মিটারের মধ্যে পুলিস থাকবে, তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন কেয়া ঘোষ। পুলিস যেন বুথের আশেপাশে না থাকে তা দেখার নির্দেশ দিলেন নিরাপত্তা বাহিনীকে।
সকাল ৭.২৫: বালিগঞ্জ ২০৬ নম্বর বুথে ভিভিপ্যাট ঠিকমতো কাজ করছে না। ভোট শুরু হতেই অভিযোগ সিপিএমের।
বালিগঞ্জে ৩০০-র মধ্যে ২৩টি বুথ স্পর্শকাতর। এখানে মোট ১০ জন প্রার্থী হলেও, সবার নজর মূলত চারজনের ওপরেই। বালিগঞ্জে তৃণমূলের প্রার্থী তারকা-নেতা বাবুল সুপ্রিয়। বিজেপির প্রার্থী কেয়া ঘোষ। সিপিএমের হয়ে লড়াইয়ে নাসিরুদ্দিন শাহের ভাইঝি সায়রা শাহ হালিম। কংগ্রেসের প্রার্থী কামরুজ্জামন চৌধুরী।
আসানসোলে মোট ৮ জন প্রতিদ্বন্দ্বী হলেও, মূল লড়াই হচ্ছে তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা, বিজেপির অগ্নিমিত্রা পাল, সিপিএমের পার্থ মুখোপাধ্যায় ও কংগ্রেসের প্রসেনজিৎ পুইতণ্ডির মধ্যে।