কলকাতা: শুভেন্দু অধিকারীসহ ৭ জন বিধায়কের সাসপেনশন উঠে গেল। সাসপেন্ড হওয়া বিধায়কদের শাস্তি মকুব করলন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সবার কাছে আবেদন থাকবে, বাকি দিনগুলো যাতে ভালোভাবে অধিবেশনের কাজ চলতে পারে। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় সাসপেনশন মকুবের পক্ষে প্রস্তাবটি আনেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। তারপরই বিধানসভায় পাশ হয়ে যায় সেই প্রস্তাব।
পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, সঠিক পদ্ধতি মেনে আবেদন করলে বহু আগেই এই সমস্যার সমাধান হতে পারত। এজন্য বিধানসভার বাইরে কোথাও আবেদন করার প্রয়োজন ছিল না। আমরা চাই বিরোধীরা বিধানসভায় থাকুক। একই সঙ্গে এটাও স্পষ্ট করে দিতে চাই, বিধানসভার গরিমা রক্ষাও বিরোধীদের কর্তব্য। তারা যেন এমন কাজ না করেন যাতে বিধানসভার গরিমা ক্ষুণ্ণ হয়।
সাসপেনশন প্রত্যাহারের পর বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা বলেন, আদালতে ভর্ৎসনার মুখে পড়ে সাসপেনশন প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন স্পিকার। বিধানসভার গ্রীষ্মকালীন অধিবেশনে তীব্র হট্টগোল হয়েছিল। শাসক এবং বিরোধী দলের বিধায়কদের মধ্যে হাতাহাতিও হয়। ওই ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু-সহ ৭ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।