মস্কো: রাশিয়ার (Russia) ভাড়াটে বাহিনীর বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন (Yevgeny Prigogine) কি মারা গিয়েছেন? সম্প্রতি একটি বিমান দুর্ঘটনা ঘিরে এমনই জল্পনার সৃষ্টি হয়েছে। রাশির একিট সরকারি সংবাদমাধ্যম সূত্রে খবর, মস্কো (Mosko) থেকে সেন্ট পিটার্সবার্গ গামী একটি বিমান বুধবার ভেঙে পড়েছে। আর সেই বিমানের যাত্রী তালিকায় নাম ছিল ইয়েভগেনি প্রিগোজিনের।
সশস্ত্র বাহিনী ওয়াগনারের প্রধান প্রিগোজিন। দীর্ঘদিন ধরে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের হয়ে কাজ করেছে এই বাহিনী। কিন্তু কয়েক মাস আগে ইউক্রেইন যুদ্ধে রাশিয়ার হয়ে ভাড়া খাটা ওয়াগনার বাহিনী গত জুনে প্রিগোজিনের নেতৃত্বে মস্কোর বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, যা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। তারপর থেকে দুই বন্ধু পুতিন আর প্রিগোজিন এর মধ্যে শুরু হয় সমস্যা।
যদিও ভেঙে পড়া ওই বিমানের তালিকায় প্রিগোজিন নাম থাকলেও তিনি ওই দিন বিমানে চড়েছিলেন কি না সে সম্পর্কে এখনও কিছু স্পষ্ট জানা যায়নি। স্থানীয় প্রশাসনের তরফে এখনও কিছু জানানো হয়নি। রাশিয়ার সংবাদ সংস্থার তরফে জানানো হয়েছে, সাত জন যাত্রী এবং তিন জন পাইলটকে নিয়ে যাচ্ছিল বিমানটি। ওই বিমানটি মস্কো থেকে ১০০ কিলোমিটার উত্তরে টিভির এলাকায় ভেঙে পড়ে। কোন কারণে ভেঙে পড়ল ওই বিমান সেই তদন্তও শুরু হয়েছে ইতিমধ্যে। বুধবার রাতে এ ঘটনায় ওই বিমানের ১০ আরোহীর সবাই মারা গেছেন।