ঝাড়গ্রাম: আগে রাস্তা, পানীয় জল, সেচের ব্যবস্থা তার পর ভোট। বঞ্চনার অভিযোগ তুলে পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) বয়কটে অনড় ঝাড়গ্রাম জামবনি ব্লকের পড়িহাটি গ্রামপঞ্চায়েতের ধাদিকা সংসদের মামুড়দা বুথের মামুড়দা, হড়পাশোল, বামদিয়া গ্রামের ৪০০’রও বেশি ভোটার এদিন ভোটদান করেনি বলে জানা গিয়েছে।
গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের ন্যূনতম পরিষেবাটুকুও পাননি। বারংবার প্রতিশ্রুতি দিলেও মেলেনি কোনও কাজ। সামান্য বৃষ্টিতেই এক হাঁটু জল জমে। এবড়ো খেবড়ো এই রাস্তায় বর্ষার সময় অসুস্থ রোগী বা গর্ভবতী মহিলাদের নিয়ে যেতে কোন অ্যাম্বুল্যান্স বা কোনও গাড়ি আসতে চায় না। প্রায় ১০ কিমি দূরে চিল্কিগড় ব্লক স্বাস্থ্যকেন্দ্রে রোগী নিয়ে যেতে প্রবল সমস্যায় পড়তে হয় গ্রামবাসীদের। বর্ষাকালে গ্রামের ছেলেমেয়েরা স্কুল,কলেজ যেতে পারে না।
আরও পড়ুন: Panchayat Election 2023 | Basirhat | বসিরহাটে এসপি অফিস ঘেরাও বিজেপির
অভিযোগ, স্থানীয় পড়িহাটির কাপাশিটা থেকে মার্মুদা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার অবস্থা একেবারে বেহাল। এছাড়াও এই সরকার এলাকায় সেচের জল এবং পানীয় জলের সেরকম কোনও ব্যবস্থা করেনি বলেও অভিযোগ। প্রশাসনকে বারে বারে আবেদন নিবেদন জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাই এবার ভোট বয়কটের ডাক দিয়েছেন তারা। আর ইতিমধ্যে গ্রামবাসীরা রাস্তা,পানীয় জল ও সেচের জন্য জলের ব্যবস্থা না হলে ভোট দেবেন না বলে লিখিতভাবে জানিয়েছেন ব্লক প্রশাসন ও জামবনি থানায়।
এদিকে পঞ্চায়েত ভোট ঘিরে তুলকালাম বাংলায়। একের পর এক চমকে দেওয়া ছবি দেখা যাচ্ছে গোটা রাজ্য জুড়ে। কোথাও দেদার চলছে ছাপ্পা ভোট তো কোথায় রক্তাক্ত বুথ চত্বর। ইতিমধ্যেই গোটা বাংলায় আজ ভোটের বলি ১৩। এরইমধ্যে আরামবাগের ধামসায় এক অন্য ছবি দেখা গেল। ব্যালট বাক্স হাতে দৌড়োলেন একদল মানুষ। পুকুরে ফেলা হল সেই ব্যালট বাক্স। আক্রান্ত হন প্রিসাইডিং অফিসার।