কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ১০ বাচ্চার মা হতে পারলেই এককালীন ১৩ লক্ষ ১২ হাজার টাকা পুরস্কার! হ্যাঁ অবিশ্বাস্য মনে হলেও সত্যি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমনই পুরস্কার ঘোষণা করেছেন। রাশিয়ার জনসংখ্যা বৃদ্ধিতে পুতিনের এই সিদ্ধান্তকে ঘিরে পক্ষে-বিপক্ষে আলোচনার স্রোত বয়ে যাচ্ছে। কোভিড ও ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে। তার ফলে সেদেশের জনসংখ্যায় ব্যাপক প্রভাব পড়েছে। তাই দেশের অর্থনীতি ও শিল্পোৎপাদনে আগামী ভবিষ্যতে যাতে কোনও প্রভাব না পড়ে সে কারণেই এই ঘোষণা প্রেসিডেন্টের।
রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘোষণা অনুযায়ী, ১০টি সন্তানের জন্মদাত্রী মাকে এককালীন ১০ লক্ষ রুবল অর্থাৎ প্রায় ১৩ লক্ষ ১২ হাজার টাকা দেওয়া হবে। তবে এক শর্তে যে, তাঁর আগের ৯টি সন্তান জীবিত থাকতে হবে। বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তকে দুঃসাহসিক পদক্ষেপ বলে বর্ণনা করেছেন। রুশ রাজনীতি ও প্রতিরক্ষা বিশেষজ্ঞ ডঃ জেনি ম্যাথার টাইমস রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, দেশের জনসংখ্যা কমতে থাকার কারণেই সরকার এই পদক্ষেপ করছে।
আরও পড়ুন: Afghanistan: কাবুলের মসজিদে বিস্ফোরণ, নিহত অন্তত ২০
‘মাদার হিরোইন’ নামে এই প্রকল্পে ১০টি সন্তানের জননীকে এককালীন অর্থমূল্য দেওয়াকে কেন্দ্র করে বিজ্ঞানমহলেও বিতর্ক উঠেছে। কারণ, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মেয়েদের সন্তানধারণ ক্ষমতা কমতে থাকে। এতে তাঁদের কিংবা সন্তানের জীবনের ঝুঁকির সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন তাঁরা। কোভিডের পর ইউক্রেনের সঙ্গে যুদ্ধে প্রায় ৫০ হাজার রুশ সেনার মৃত্যু হয়েছে। সে কারণে দেশের জনসংখ্যা হু-হু করে কমেছে। মার্থারের মতে, পুতিন বলছেন বড় পরিবার মানে জাতীয়তাবাদী পরিবার। ছোট পরিবারের চেয়ে এদের মধ্যে দেশাত্মবোধ অনেক বেশি থাকে।
জানা গিয়েছে, সাবেক সোভিয়েতেও এ ধরনের পুরস্কার চালু ছিল। যার নাম ছিল মাদার হিরোইন। সেটাই আবার নতুন করে চালু হতে চলেছে। তার মূল কারণ ইউক্রেন যুদ্ধে ব্যাপক প্রাণহানি। তবে রাশিয়ার এই পদক্ষেপে বিরাট ধরনের ঝুঁকি রয়েছে বলে অনেকেই মনে করছেন। মার্থার বলেন, নয়ের দশক থেকেই রাশিয়া জনসংখ্যাজনিত সমস্যায় ভুগছে। তা হলেও বলতে হবে, এই পদক্ষেপ খুবই দুঃসাহসিক।