কলকাতা: বিশ্বভারতী মামলা নিয়ে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পড়ুয়া দুই পক্ষের ব্যবহারে খুশি নয় আদালত। উভয়পক্ষকে শান্তি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে অচলাবস্থা চলছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজরিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। তিন পড়ুয়াকে বহিষ্কার করার কারণে উপচার্যের বিরুদ্ধে শুরু হয় আন্দোলন। উপাচার্যকে ঘেরাও করে রাখা হয় দীর্ঘ সময়।
সেই বিবাদের রেশ যায় কলকাতা হাইকোর্টে। বহিষ্কৃত পড়ুয়াদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়েছে বলে আদালতে জানিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পড়ুয়াদের আন্দোলনের কারণে উপাচার্যের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। সেই নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে আদালত, আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে নিরাপত্তা তুলে নেওয়া হচ্ছে। অন্যদিকে, পড়ুয়াদের উদ্দেশ্যে আদালতের বক্তব্য, বহিষ্কৃত পড়ুয়াতা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পথে যেতে পারে।
উভ্যপক্ষের কাছে কলকাতা হাই কোর্টের পক্ষ থেকে আবেদন করা হয়েছে বিশ্বভারতী চত্বরে শান্তি বজায় রাখার জন্য। সমগ্র ঘটনায় পড়ুয়াদের ব্যবহার নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট।