তীব্র গরমে পুড়ছে ভিয়েতনাম (Vietnam)। তাপমাত্রা (Temperature) ৪৪ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পার করে গিয়েছে। শনিবার ভিয়েতনামের উত্তরাঞ্চলে থান হোয়া প্রদেশে তাপমাত্রা ছিল ৪৪.১ ডিগ্রি সেলসিয়াস। এখনও পর্যন্ত এটাই ভিয়েতনামের ইতিহাসে এটাই সবচেয়ে বেশি তাপমাত্রার রেকর্ড (Record Temperature)। প্রতিবছরই বর্ষা শুরুর আগে ভিয়েতনাম, থাইল্যান্ড, মায়ানমার, বাংলাদেশ, ভারতসহ এই অঞ্চলের দেশগুলিতে গরম বেশি পড়ে। তবে এবার দাবদাহ আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। দিন কয়েক আগেই ঢাকার তাপমাত্রা ৪৩ ডিগ্রি ছাড়িয়েছিল। সেটাই ছিল গত ৫৮ বছরে ঢাকার তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড (Record Temperature)।
এর আগে ভিয়েতনামে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪৩.৪ ডিগ্রি সেলসিয়াসে। চার বছর আগে ভিয়েতনামের মধ্যাঞ্চলের হা থিন প্রদেশে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভিয়েতনামে তাপমাত্রা ক্রমেই বাড়ছে। আগামী দিনগুলিতে সেখানের গরম আরও বাড়তে পারে বলেও সতর্ক করছেন তাঁরা।
আরও পড়ুন: African Cheetahs | বর্ষার আগেই কুনো পাচ্ছে আরও ৫ চিতাবাঘ
এই সময়ে দিনের বেলায় কাউকে বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে সেখানের স্থানীয় প্রশাসন। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষজ্ঞ নুগুয়েন নাগোক হুই বলেন, বিশ্বজুড়ে উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের কারণে ভিয়েতনামে উষ্ণতা ক্রমেই বাড়ছে। এনিয়ে উদ্বেগ প্রকাশ করে হুই বলেন, তাপমাত্রা বেড়ে যাওয়ার নতুন রেকর্ড যথেষ্ট উদ্বেগের। আমার মনে হচ্ছে আগামীদিনের তাপমাত্রা এবারের এই রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে।
এই গরমের মধ্যে কাজ করতে গিয়ে চরম নাকাল হচ্ছেন সেখানের বাসিন্দারা। সবচেয়ে বেশি সমস্যার মধ্যে পড়েছেন কৃষক এবং শ্রমিকরা। ভিয়েতনামের মধ্যাঞ্চলের দানাং-এর বাসিন্দা তথা কৃষক নাগুয়েন থি লান। থি লান জানান, সকাল ১০টার পরে বাইরে থাকাটাই এখন মুশিকল হয়ে যাচ্ছে। তাই কৃষি-শ্রমিকদের ভোরের দিকে কাজ শুরু করতে হচ্ছে। সকাল ১০টার মধ্যেউ তাঁরা কাজ গুটিয়ে আনছেন।