কলকাতা: হাইকোর্টের জট কাটার পর জোকা-বিবাদী বাগ রুটে ময়দান অঞ্চলে সুড়ঙ্গ খোঁড়ার বিষয়ে রেল বিকাশ নিগমকে (RVNL) ছাড়পত্র দিল ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ। ২০১৬ সালে ভিক্টোরিয়া কর্তৃপক্ষের কাছে মেট্রোর স্টেশন ও সুড়ঙ্গ তৈরি করার অনুমতি চায় রেল বিকাশ নিগম। কারণ, সুড়ঙ্গ তৈরি ও স্টেশন তৈরির সময় যে মাত্রায় কম্পন হওয়ার কথা, তাতে শহরের প্রাচীন এই স্থাপত্য সৌধের ক্ষতি হতে পারে। তা মাথায় রেখেই একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়।
২০২১ সালের নভেম্বরে কৃত্রিম কম্পন সৃষ্টি করে ভিক্টোরিয়া মেমোরিয়ালের উপর তার প্রভাব খতিয়ে দেখা হয়। তারপর রেল বিকাশ নিগম সেই রিপোর্ট জমা দেয় ভিক্টোরিয়া কর্তৃপক্ষের কাছে। সেই রিপোর্ট আইআইটি খড়গপুর (IIT Kharagpur) এবং সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের তরফে যাচাই করা হয়। এই দুটি সংস্থা থেকে সবুজ সংকেত মেলার পর মে মাসেই রেল বিকাশ নিগমকে অন্তর্বর্তীকালীন ছাড়পত্র দিয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ।
সুড়ঙ্গ ও স্টেশন তৈরির কাজ শুরু হওয়ার আগে ও সেই সময়ে আইআইটি মাদ্রাজকে (IIT Madras) দিয়ে আবারও পরীক্ষা-নিরীক্ষা চালাবে ভিক্টোরিয়া কর্তৃপক্ষ। শুধু তাই নয়, নির্মাণকাজ চলাকালীনও কম্পনজনিত কোনও প্রভাব পড়ছে কিনা তারও তদারকি করবেন আইআইটি মাদ্রাজের বিশেষজ্ঞরা। তবে এই মেট্রো রুটে ভূগর্ভস্থ স্টেশন ও সুড়ঙ্গ তৈরির প্রাথমিক পর্যায়ের কাজে আর কোনও বাধা রইল না ভিক্টোরিয়া কর্তৃপক্ষের তরফে।
আরও পড়ুন- Booker Prize: বুকার পেল গীতাঞ্জলি শ্রীর হিন্দি উপন্যাস টুম্ব অফ স্যান্ড