শান্তিনিকেতন: সাড়ে ৬ কাঠা জমির জন্য গোটা বিশ্বকে উত্তাল করে দিচ্ছেন। উনি একজন বিশ্ববিখ্যাত লোক। নাম না করে ফের নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে (Amartya Sen) আক্রমণ বিশ্বভারতী (Visva Bharati) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর। বিশ্বভারতীর পাঠভবনের প্রাক্তন ছাত্র অরবিন্দ মুখোপাধ্যায়। শান্তিনিকেতনের সীমান্তপল্লীতে বাড়ি। তাঁর শৈশব জীবনটা কেটেছে শান্তিনিকেতনের (Santiniketan) আঙিনায়। সীমান্তপল্লীতে আড়াই বিঘে জমির পাশাপাশি তিন হাজার স্কোয়ার ফিটের দোতলা বাড়ি নিঃশর্তে দান করলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।
বৃহস্পতিবার বিকালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী কর্তৃপক্ষ জমি সহ বাড়ি গ্রহণ করল। সীমান্তপল্লীতে অরবিন্দ মুখোপাধ্যায়ের বাড়িতে বাড়ি ও জমি হস্তান্তর অনুষ্ঠানে বিশ্বভারতীর পরিবারের পক্ষ থেকে উপাচার্য, কর্মসচিব, অধ্যাপক ও অন্যান্য আধিকারিক, কর্মীরা উপস্থিত ছিলেন। অরবিন্দ মুখোপাধ্যায় এবং তার স্ত্রী নিতা মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ডালখোলার পর সন্ধ্যায় ইসলামপুরেও শ্যুটআউট
জমি ও বাড়ি হস্তান্তর কর্মসূচির পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের নাম না করে তিনি বলেন, যেখানে বিশ্বভারতীর প্রাঙ্গনে অবস্থিত একজন বিশ্ব বিখ্যাত লোক সাড়ে ছয় কাঠা জমির জন্য সারা বিশ্বকে উত্তাল করে দিচ্ছেন। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে প্রাক্তন ছাত্র আড়াই বিঘে জমির পাশাপাশি তিন হাজার স্কয়ার ফিটের দোতলা বাড়ি নিঃস্বার্থে দিলেন।