চেন্নাই: খ্যাতনামা দক্ষিণী অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক জি মারিমুথুর (G Marimuthu) মৃত্যু হল হার্ট অ্যাটাকে (Cardiac Arrest)। শুক্রবার চেন্নাইয়ে (Chennai) তিনি প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুতে তামিল (Tamil) সিনে দুনিয়ায় শোকের ছায়া। শোক প্রকাশ করেছে সাউথ ইন্ডিয়ান আর্টিস্টস অ্যাসোসিয়েশন (South Indian Artists Association)। ৫৭ বছর বয়সী অভিনেতার জন্য শোক প্রকাশ করেছেন অনেকেই।
অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নাদিগর সঙ্গম সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, পরিচালক এবং অভিনেতা জি মারিমুথুর প্রয়াণ হয়েছে। একটি তামিল টিভি সিরিয়ালের জন্য ডাবিং করছিলেন সেই সময় অস্বস্তি বোধ করেন। হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়। মারিমুথু দুটি সিনেমা পরিচালনা করেছেন। তা হল, কান্নুম কান্নুম ও পুলিভাল। দুটি সিনেমাতেই অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা প্রসন্ন।
প্রসন্ন এক্স প্ল্যাটফর্মে টুইট করেছেন, তাঁর মৃত্যুতে দুঃখিত। আমরা দুটি সিনেমা একসঙ্গে করেছিলাম। নিজের ভাইয়ের মতো সম্পর্ক ছিল আমাদের। তাঁর জীবন খুব সহজ ছিল না। অভিনেতা হিসেবে ভালো কাজ করছিলেন। তাঁর আত্মার শান্তি কামনা করি। মারিমুথু অনেক সিনেমা ও টেলি সিরিয়ালে অভিনয় করেছেন। অভিনেতা রাধিকা শরৎকুমার, এম শশীকুমার ও অরুণ বিজয় তাঁর আত্মার শান্তি কামনা করেছেন।