লন্ডন: এবার কলম (Pen) নিয়ে বিতর্কে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak)। বিতর্ক যেন ভারতী বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রীর কিছুতেই পিছু ছাড়ছে না। সরকারি কাগজপত্র ও দলিল-দস্তাবেজে হাতে লেখা নোট দিতে প্রধানমন্ত্রী যে পেন ব্যবহার করেন, তা ইরেজেবল। অর্থাৎ তার কালি মুছে দেওয়া যায়, এমন একটি খবর নিয়ে তোলপাড় সেই দেশ। বিরোধীরাও প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি।
এক প্রথম সারির ব্রিটিশ সংবাদমাধ্যম সর্বপ্রথম তাদের এক রিপোর্টে দাবি করে যে, সুনক সব সময় যে কলমটি ব্যবহার করেন, সেটির কালি প্রয়োজনে মুছে ফেলা যায়। ৪.২৫ পাউন্ডের (ভারতীয় মুদ্রায় সাড়ে চারশো টাকা) ওই পাইলট ভি ফাউন্টেন পেনটির নির্মাতার দাবি করেন, যারা সবে লেখা শিখছে, বিশেষত তাদের জন্যই তাঁরা এই কলমটি তৈরি করেছেন। যাতে লেখায় বারবার ভুল হলে কাটাকুটি না করে সেটা চটজলদি মুছে ফেলা যায়। সেই কলম দেশের প্রধানমন্ত্রী কেন সর্বদা ব্যবহার করেন, তা নিয়ে তোলপাড় শুরু হয়ছে সারা ব্রিটেনে।
আরও পড়ুন: Saharanpur Incident | Chandrashekhar Ajad | সাহারানপুরে গুলিতে জখম রাবণ, তদন্তে পুলিশ
তবে ১০ ডাউনিং স্ট্রিটের বক্তব্য, সরকারি কাগজে সুনক যে সব নোট দেন, তার সমস্ত রেকর্ড রাখা থাকে। সুনকের প্রেস সচিব বলছেন, যে পেনের কথা বলা হচ্ছে, সেই পেন দেওয়া হয় সিভিল সার্ভিস থেকে। সরকারি স্তরে এই পেনের বহুল ব্যবহার। প্রধানমন্ত্রী একবার লেখার পর কখনও কিছু মোছেননি, মুছবেনও না।
সপ্তাহ দুয়েক আগেই ক্যাবিনেট বৈঠকে ওই পেন হাতে হাতে ঋষি সুনকের ছবি সামনে এসেছিল। ‘আনলক ডেমোক্র্যাসি’ প্রচার গোষ্ঠীর নেতা টম ব্রেকের বক্তব্য, এই ঘটনা রাজনীতিকদের প্রতি আমজনতার বিশ্বাসকে ধুলোয় মিশিয়ে দিতে পারে।