নিউইয়র্ক: মামাবাড়ি শব্দটার মধ্য কেমন যেন আদর মেশানো রয়েছে। মামাবাড়ির স্মৃতি তাই সারা জীবন মুগ্ধ করে রাখে। সে ছাপোষা কেরানি হোক বা আমেরিকার ভাইস প্রেসিডেন্ট (US Vice President) । সেই মুগ্ধতা আজও বিভোর করে রেখেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার দ্বিতীয় প্রশাসনিক ক্ষমতাধর মানুষকে। তিনি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস (Kamala Harris) । সোজা সাপ্টা বললেন, আজ আমি যা তার পিছনে ভারতে থাকা মামা বাড়ির দাদুর কাছ থেকে পাওয়া শিক্ষা রয়েছে। আমার ভারতীয় মায়ের অবদান রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে ভারতে ছোট বেলায় কাটানো স্মৃতিতে নস্ট্যালজিক (Nostalgic) হয়ে পড়েন তিনি।
সেখানে কমলা হ্যারিস (Kamala Harris) আরও বলেন, ভারত তাঁর কাছে খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। ভারতের সঙ্গে তাঁর নিবিড় যোগ রয়েছে। ভারতের ইতিহাস ও শিক্ষা বিশ্বকে প্রভাবিত করেছে। আকার দিয়েছে। ভারতীয় দর্শন কোটি কোটি মানুষকে অনুপ্রেরণা দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) জন্য তিনি এবং বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন (Antony Blinken) মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেছিলেন। সেখানেই তিনি এই বক্তব্য পেশ করেন।
আরও পড়ুন: Adhir Ranjan Chowdhury | বাংলায় তৃণমূলের বিরুদ্ধে বাম-কংগ্রেস লড়বে লোকসভায়, জানিয়ে দিলেন অধীর
ছোট বেলার স্মৃতিতে (Memory) ফিরে গিয়ে হ্যারিস বলেন, যখন আমার বোন মায়া ও আমি বেড়ে উঠছি, প্রতি বছর অন্তর ভারতে যেতাম। আসলে মা দেখাতে চাইতেন কোথা থেকে তিনি এসেছিলেন। যাতে আমরা মামা বাড়ির দাদু, দিদার সঙ্গে সময় কাটাতে পারি। ইডলির স্বাদ যাতে ভালোভাবে বুঝতে পারি। তখনকার মাদ্রাজে (Madras) দাদু, দিদাকে দেখতে যেতাম। দাদুর (Grand Father) প্রভাব আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ। আমি সবচেয়ে বড় নাতনি ছিলাম। বড় হওয়ার অন্য তাৎপর্য রয়েছে। আমি পরিবারে তার পূর্ণ সুযোগ নিয়েছি। সকালে দাদুর সঙ্গে সময় কাটাতাম। চাকরি জীবনে অবসরের পর সকালে সৈকত ধরে হাঁটতেন দাদু। সকালে দাদুর হাত ধরে হাঁটতাম। তাঁর ও তাঁর বন্ধুদের কথা মন দিয়ে শুনতাম। সেসময় তাঁদের গল্পের গুরুত্ব না বুঝলেও স্বাধীনতা আন্দোলনের (Freedom Fighters) সেনানিদের নিয়ে তাঁদের কথা এখও মনে আছে। দুর্নীতি ও অসাম্যের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলতে শুনতাম। ওই অল্প বয়সে দাদুর সঙ্গে কথোপকথন তাঁর চিন্তাভাবনাকে সমৃদ্ধ করেছে।
একই সঙ্গে তাঁর এই প্রশাসনিক শীর্ষপদে বসার জন্য ভারতে থাকা দাদুর শিক্ষার অবদানের কথা স্মরণ করলে হ্যারিস। তিনি বললেন, আজকে আমি যা, তাঁর শিক্ষা আমি আমার দাদু পিভি গোপালনের (P V Gopalan) কাছ থেকে পেয়েছিলাম। তাঁর মেয়ে আমার মা শ্যামলা যোগ্যতা, সঙ্কল্পের শিক্ষা দিয়েছে। সব মিলিয়ে যার জন্য আমি ভাইস প্রেসিডেন্ট হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়ে রয়েছি। একুশ শতকে ভারতে আন্তর্জাতিক ক্ষমতায় উঠে আসার ক্ষেত্রে মোদির নেতৃত্বকে ধন্যবাদ জানাই।