লন্ডন: সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের (Google) বিরুদ্ধে ফের মামলা (Lawsuit)। ক্ষতিপূরণ চেয়ে বিপুল পরিমাণ অর্থ দাবি করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুসারে, গুগলের বিজ্ঞাপন ব্যবস্থার (Ad Systems) জন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রকাশকরা (Publishers), আয় না হওয়ায় আইনি পথে হাঁটতে বাধ্য হয়েছেন তারা। ক্ষতিপূরণ (Compensation) হিসেবে গুগলের থেকে ৩.৪ বিলিয়ন (৩৪০ কোটি) ব্রিটিশ পাউন্ড (British Pound) দাবি করা হয়েছে। আমেরিকার মুদ্রার বিচারে এই পরিমাণ ৪.২ বিলিয়ন (৪২০ কোটি) মার্কিন ডলার (USD)। খবরে প্রকাশ, গার্ডিয়ান পত্রিকার প্রাক্তন টেকনলজি এডিটর চার্লস আর্থারের (Charles Arthur, Former Technology Editor of The Guardian) দাবি অনুসারে, অনলাইন মাধ্যমে গুগলের প্রভাবশালী অবস্থান (Dominant Position) রয়েছে। প্রকাশকদের মুনাফা (Revenue/Profit) কমাতে গুগল অনৈতিকভাবে অনলাইন বিজ্ঞাপনে সেই প্রভাবশালী অবস্থানকে ব্যবহার করছে।
মার্কিন টেক জায়ান্ট গুগলের পক্ষ থেকে এবিষয়ে বলা হয়েছে, এটি ‘অনুমানমূলক এবং সুবিধাবাদী (Speculative and Opportunistic)’, তারা এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করবে।
অভিযোগ কী?
ক্ষতিপূরণ চেয়ে করা আইনি মামলায় আর্থার দাবি করেছেন, গুগল তার অবস্থানের অপব্যবহার করেছে। বিজ্ঞাপন-প্রযুক্তি পরিষেবাকে (Ad-Tech Services) অযথা প্রসারিত করা হয়েছে এবং প্রকাশকদের বিজ্ঞাপন বিক্রি মুনাফাকে (ad sales revenues) বেআইনিভাবে কমানো হয়েছে।
তাঁর আরও অভিযোগ, “ব্রিটিশ যুক্তরাজ্যের কম্পিটিশন অ্য়ান্ড মার্কেটস অথরিটি (Competition and Markets Authority – CMA) বর্তমানে অ্যাড-টেক নিয়ে গুগলের বিরুদ্ধে প্রতিযোগিতা বিরোধী আচরণ বা অ্যান্টি-কম্পিটিটিভ কন্ডাক্ট (Anti-Competitive Conduct) সংক্রান্ত তদন্ত করছে। কিন্তু, তাদের হাতে সেই ক্ষমতা নেই, যার মাধ্যমে গুগলকে আমাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য করতে পারে। আমরা ভুলটাকে কেবলমাত্র আদালতের মাধ্যমে ঠিক করতে পারি। সেই কারণেই আমি এই দাবি তুলে ধরেছি।”
ব্রিটেনে এই নিয়ে দ্বিতীয়বার আইনি মামলার কবলে পড়ল গুগল। গত নভেম্বরেও এই ধরনের মামলা হয়েছিল। সেদেশের যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (UK’s Communications Regulator) অফকমের ডিরেক্টর ক্লডিও পোলাক (Ofcom Director Claudio Pollack) গুগলের থেকে ক্ষতিপূরণ হিসেবে ১৩.৬ বিলিয়ন (১,৩৬০ কোটি) পাউন্ড দাবি করেছিলেন।
ভারতে জরিমানার কবলে গুগল
গুগলের বিরুদ্ধে একচ্ছত্র আধিপত্যের অপব্যবহার করার অভিযোগ এর আগেও উঠেছে।
গত বছর অক্টোবরে কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া (Competition Commission of India – CCI) অ্যান্ড্রয়েড মোবাইলের ক্ষেত্রে প্রতিযোগিতা-বিরোধী অনুশীলন বা অ্যান্টি-কম্পিটিটিভ প্র্যাক্টিসেস (Anti-Competitive Practices) অভিযোগ এনে ১,৩৩৭.৭৬ কোটি টাকা জরিমানা করেছিল। তার বিরুদ্ধে গুগল ন্যাশনাল কোম্পানি ল অ্যাপেলেট ট্রাইব্যুনাল (National Company Law Appellate Tribunal)-এ মামলা করেছিল। কিন্তু গত ২৯ মার্চ ট্রাইব্যুনালে তাদের আর্জি খারিজ হয়ে গিয়েছে। ৩০ দিনের মধ্যে জরিমান অর্থ গুগলকে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।