ফ্লোরিডা: ‘জীবন গিয়েছে চলে কুড়ি কুড়ি বছরের পার…’, বাঙালি কবির সেই খেদ মিটল, তবে ধানসিঁড়িটির তীরে নয়, একেবারে ফ্লোরিডায় (Florida)। আমেরিকার (USA) এক দম্পতি ২১ বছর পর ফিরে পেলেন তাঁদের হারিয়ে যাওয়া প্রেমাঙ্গুরীয় (Engagement Ring)। প্রায় ২ যুগ আগে যা তলিয়ে গিয়েছিল বাড়ির শৌচাগারের কমোডের জলে। বাদশাহি আংটির মতো কোনও রহস্য না থাকলেও হিরের আংটির কাহিনিটি আরব্য রজনীর মতোই রোমান্টিক।
তবে অভিজ্ঞান শকুন্তলমের ধাঁচে নয়, পুরনো কমোড বদলে নতুন কমোড বসাতে গিয়ে কলের মিস্ত্রির প্রথম নজরে আসে সেটি। এভাবেই যুবা বয়সের সেই প্রেম নতুন মোড়কে ক্রিসমাসের উপহার হিসেবে তাঁদের কাছে হাজির হল। যা পেয়ে চোখের জল বাগ মানেনি শাইনা ডে-র। ফ্লোরিডার বাসিন্দা নিক ডে। একদিন এক রোমান্টিক মুহূর্তে হিরের আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব দেন শাইনাকে। শাইনারও অবশ্য আপত্তি ছিল না। কিন্তু, বিয়ের পরই বাধল বিপত্তি।
আরও পড়ুন: Sports Personalities Died in 2022: ওয়ার্ন থেকে পেলে, ২০২২-এ চলে গেলেন যেসব ক্রীড়া ব্যক্তিত্ব
নিক বলেন, একদিন ও আমার কাছে এসে বলল আমি আংটিটা হারিয়ে ফেলেছি। তখন আমরা মায়ের কাছে তাঁর বাড়িতেই থাকতাম। শাইনা নিককে জানান, তিনি বাথরুমে একটি তাকের উপর আংটিটা রেখেছিলেন। কিন্তু, সম্ভবত ভুলবশত ফ্লাশ টেনে দিয়েছেন। সেদিনের স্মৃতি উগরে শাইনা বলেন, শুনেই আমি সেপটিক ট্যাঙ্কে নেমে পড়ি। পাম্প চালিয়ে সমস্ত নোংরা জল বের করেও আংটি খুঁজে পাইনি। ভাগ্য সুপ্রসন্ন হয়নি।
ফ্ল্যাশব্যাক শেষ করে এবার ফেরা যাক বর্তমান সময়ে। গত নভেম্বরে, প্রায় ২ দশক পর নিকের মা রেনে কলের মিস্ত্রি ডেকে আনেন। পুরনো টয়লেট সিট আমূল বদলে ফেলার জন্য। সেই মিস্ত্রিই কমোড খুলে ফেলার সময় তারই ফাঁকে খুঁজে পান হিরের আংটি। রেনেকে সেই আংটি দেওয়ার পর তিনি চিনতে পারেন তাঁর পুত্রবধূর সাধের আংটিটি। তারপর ভালোভাবে পরিষ্কার করার পর নিকের বাবা-মা আংটিটি ছেলে-বউমাকে ক্রিসমাস উপহার হিসেবে দেন।
শাইনা বলেন, আর পাঁচটা উপহারের মতোই ওঁরা ছোট্ট ক্রিসমাস ব্যাগে করে রঙিন কাগজে মুড়ে এনে আমার হাতে দেন। আমি তো কৌটো খুলেই লাফিয়ে উঠি। চিৎকার করতে থাকি। কী করব, কী বলব বুঝে উঠতে পারছিলাম না। কাঁদি-হাসি, চিৎকার করে বলি, ওহ গড আমার আংটি। ডে দম্পতি এখন পুরনো দিনের সেই স্মৃতি পরবর্তী প্রজন্মকে দেখাতে চান নতুন বছরের প্রথম দিনে।